Ajker Patrika

বাগেরহাটে দুই বাসের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত, আহত ১২

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১২: ১২
বাগেরহাটে দুই বাসের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত, আহত ১২

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ সময় উভয় বাসের ১২ যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত শ্রীধর গাঙ্গুলি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের হাট পুকুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম ভীম গাঙ্গুলি। নিহতের কাছে থাকা ব্যাগে তার আধার কার্ড থেকে প্রাপ্ত তথ্যের সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বলেন, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী দোলা পরিবহন ফকিরহাটের ফলতিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী রাজিব পরিবহনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে দোলা পরিবহন সড়কের পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় রাজিব পরিবহনের যাত্রী ভারতীয় নাগরিক শীধর গাঙ্গুলী ঘটনাস্থলে নিহত হন। এ সময় উভয় বাসের ১২ জন যাত্রী কম-বেশি আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর দুই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। পরিবহন দুটি জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত