লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে ধর্মীয় অবমাননামূলক মন্তব্য করার অভিযোগে আকাশ সাহাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে খুলনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আকাশ সাহা দীঘলিয়ার সাহাপাড়ার অশোক সাহার ছেলে।
এর আগে পুলিশ শুক্রবার (১৫ জুলাই) আকাশ সাহার বাবা অশোক সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, আকাশ সাহাকে খুলনা থেকে গ্রেপ্তার করে নড়াইলে আনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
লোহাগড়া থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মিজান আজকের পত্রিকাকে বলেন, শনিবার (১৬ জুলাই) দীঘলিয়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন কচি বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আকাশ সাহার বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলাতেই আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে ধর্মীয় অবমাননামূলক মন্তব্য করা হয়েছে অভিযোগ তুলে নড়াইলের লোহাগড়া থানার দীঘলিয়ার সাহাপাড়ায় হামলার ঘটনা ঘটে। শুক্রবার জুমার নামাজের পর থেকে সন্ধ্যা অবধি এসব হামলার ঘটনা ঘটে। হামলায় সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু) পাঁচ থেকে ছয়টি বাড়িতে ভাঙচুর এবং একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় একটি মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স ভাঙচুরসহ ইট ছুড়েছে বিক্ষুব্ধরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর গুজব ছড়িয়ে পড়ে, দীঘলিয়ার সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহা ফেসবুকে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি করেছেন। এরপর বিক্ষুব্ধ লোকজন আকাশ সাহার গ্রেপ্তার ও বিচারের দাবিতে তাঁদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। পরে বিকেলে উত্তেজনা আরও বাড়তে থাকে। বিক্ষুব্ধ লোকজন একপর্যায়ে সাহাপাড়ার গোবিন্দ সাহা, তরুণ সাহা, দিলীপ সাহা, পলাশ সাহার বাড়িসহ পাঁচ-ছয়টি বাড়ি ভাঙচুর করে। এর মধ্যে গোবিন্দ সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া সাহাপাড়ার মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স ভাঙচুরসহ সেখানে ইট ছুড়েছে বিক্ষুব্ধরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে ধর্মীয় অবমাননামূলক মন্তব্য করার অভিযোগে আকাশ সাহাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে খুলনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আকাশ সাহা দীঘলিয়ার সাহাপাড়ার অশোক সাহার ছেলে।
এর আগে পুলিশ শুক্রবার (১৫ জুলাই) আকাশ সাহার বাবা অশোক সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, আকাশ সাহাকে খুলনা থেকে গ্রেপ্তার করে নড়াইলে আনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
লোহাগড়া থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মিজান আজকের পত্রিকাকে বলেন, শনিবার (১৬ জুলাই) দীঘলিয়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন কচি বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আকাশ সাহার বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলাতেই আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে ধর্মীয় অবমাননামূলক মন্তব্য করা হয়েছে অভিযোগ তুলে নড়াইলের লোহাগড়া থানার দীঘলিয়ার সাহাপাড়ায় হামলার ঘটনা ঘটে। শুক্রবার জুমার নামাজের পর থেকে সন্ধ্যা অবধি এসব হামলার ঘটনা ঘটে। হামলায় সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু) পাঁচ থেকে ছয়টি বাড়িতে ভাঙচুর এবং একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় একটি মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স ভাঙচুরসহ ইট ছুড়েছে বিক্ষুব্ধরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর গুজব ছড়িয়ে পড়ে, দীঘলিয়ার সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহা ফেসবুকে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি করেছেন। এরপর বিক্ষুব্ধ লোকজন আকাশ সাহার গ্রেপ্তার ও বিচারের দাবিতে তাঁদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। পরে বিকেলে উত্তেজনা আরও বাড়তে থাকে। বিক্ষুব্ধ লোকজন একপর্যায়ে সাহাপাড়ার গোবিন্দ সাহা, তরুণ সাহা, দিলীপ সাহা, পলাশ সাহার বাড়িসহ পাঁচ-ছয়টি বাড়ি ভাঙচুর করে। এর মধ্যে গোবিন্দ সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া সাহাপাড়ার মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স ভাঙচুরসহ সেখানে ইট ছুড়েছে বিক্ষুব্ধরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খেলার সময় বজ্রপাতে এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. রেজাউল হক (১২)। সে চানপুরের আমিনুর রহমানের ছেলে।
৪ মিনিট আগেচট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে নগরের মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এতে শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।
৫ মিনিট আগেকুর্মিটোলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, ফায়ার সার্ভিসের দুটি ও নৌবাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে রেস্তোরাঁয় আগুন লাগে। এতে সেখানে থাকা আসবাব ও মালপত্র পুড়ে ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
১০ মিনিট আগেঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৩০ জনের অবস্থা বিপজ্জনক। এই ৩০ জনের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী
১৩ মিনিট আগে