Ajker Patrika

পক্ষাঘাতে ৭ বছর ধরে শয্যাশায়ী, প্রাণ গেল আগুনে পুড়ে

মাগুরা প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাগুরা শালিখায় বসতঘরে অগ্নিকাণ্ডে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়পাড়ায় (কালিগঞ্জ রোডে) এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুমন কর্মকার (৪০)। তিনি ওই এলাকার মৃত দিলীপ কর্মকারের ছেলে। তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে সাত বছর ধরে শয্যাশায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সঞ্জয় কুমার আজকের পত্রিকাকে জানান, সুমনকে তাঁর মা সেবাযত্ন করতেন। সকালে তাঁদের ঘরে আগুন লাগে। পরে প্রতিবেশীরা ছুটে গিয়ে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর মধ্যে সুমনের মা অসুস্থ হয়ে পড়লে তিনি আর ঘরে থাকা ছেলের কথা কাউকে বলতে পারেননি। পরে আগুনের বিস্তার বেড়ে গেলে শালিখা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে সুমনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

শালিখা ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর সঞ্জয় কুমার দেবনাথ বলেন, ‘শর্টসার্কিট থেকে আগুন লাগার পর দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে প্যারালাইসিসের রোগী সুমন আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান। তাঁদের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।’

এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে সুমনের লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত