Ajker Patrika

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় কুমিরা কলেজের এক কর্মচারী নিহত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১২: ০১
পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় কুমিরা কলেজের এক কর্মচারী নিহত

সাতক্ষীরার পাটকেলঘাটার শুভাষিনী নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় কুমিরা মহিলা ডিগ্রি কলেজের কর্মচারী মনিরুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। মনিরুল ইসলাম পাটকেলঘাটার লালচন্দ্রপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।

নিহতের ভাই সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, মনিরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে খুলনার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি মারাত্মকভাবে আহত হন। এ সময় আরও দুজন আহত হন। তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল ইসলামের মৃত্যু হয়।

রাত ১১টার পর মনিরুলের মরদেহ গ্রামের বাড়ি লালচন্দ্রপুর গ্রামে আনা হয়। আজ শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থলটি পাটকেলঘাটা থানার বাইরে। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত