ঝিনাইদহ প্রতিনিধি
থাইল্যান্ডে যেতে বাংলাদেশে অনুপ্রবেশ করা ভারতীয় এক পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার বিকেলে ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ডলার ও ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের হাতে আটক হওয়া পি ভি জন সিলভারাজ ভারতের তামিলনাড়ু রাজ্য পুলিশের সদস্য। তাঁর সঙ্গে পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে। এ ছাড়া তামিলনাড়ু রাজ্য পুলিশও তাঁর পরিচয় নিশ্চিত করেছে।
৫৮ বিজিবি অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, তাঁর কাছ থেকে ১ হাজার ১৫০ ডলার ও ৪ হাজার ৮৭ ভারতীয় রুপিসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে, তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলার ইকুডু থানার আনগুনগর গ্রামে তাঁর বাড়ি।
বিজিবির এই অধিনায়ক আরও জানান, সিলভারাজের ভারতীয় নাগরিক পরিচয়পত্র অনুযায়ী তিনি তামিলনাড়ু পুলিশের একজন সদস্য। তাঁর সঙ্গে তামিলনাড়ু পুলিশের একজন সদস্য পরিচয়পত্র এবং মোবাইল ফোনে দায়িত্ব পালনকালীন দৃশ্য পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, তিনি থাইল্যান্ডে যাওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করেন। মুদ্রা পাচারসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁর নামে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, অনুপ্রবেশের দায়ে একজন ভারতীয় পুলিশ সদস্যকে আটক করে বিজিবি। মহেশপুর থানায় বিজিবি মামলা করে আসামিকে থানায় হস্তান্তর করলে তাঁকে আদালতে পাঠানো হয়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
থাইল্যান্ডে যেতে বাংলাদেশে অনুপ্রবেশ করা ভারতীয় এক পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার বিকেলে ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ডলার ও ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের হাতে আটক হওয়া পি ভি জন সিলভারাজ ভারতের তামিলনাড়ু রাজ্য পুলিশের সদস্য। তাঁর সঙ্গে পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে। এ ছাড়া তামিলনাড়ু রাজ্য পুলিশও তাঁর পরিচয় নিশ্চিত করেছে।
৫৮ বিজিবি অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, তাঁর কাছ থেকে ১ হাজার ১৫০ ডলার ও ৪ হাজার ৮৭ ভারতীয় রুপিসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে, তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলার ইকুডু থানার আনগুনগর গ্রামে তাঁর বাড়ি।
বিজিবির এই অধিনায়ক আরও জানান, সিলভারাজের ভারতীয় নাগরিক পরিচয়পত্র অনুযায়ী তিনি তামিলনাড়ু পুলিশের একজন সদস্য। তাঁর সঙ্গে তামিলনাড়ু পুলিশের একজন সদস্য পরিচয়পত্র এবং মোবাইল ফোনে দায়িত্ব পালনকালীন দৃশ্য পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, তিনি থাইল্যান্ডে যাওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করেন। মুদ্রা পাচারসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁর নামে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, অনুপ্রবেশের দায়ে একজন ভারতীয় পুলিশ সদস্যকে আটক করে বিজিবি। মহেশপুর থানায় বিজিবি মামলা করে আসামিকে থানায় হস্তান্তর করলে তাঁকে আদালতে পাঠানো হয়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
সাতক্ষীরার তালা উপজেলায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম বিপর্যয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন খেটে খাওয়া মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকের কাঁচা ফসল ও শত শত মাছের ঘেরের।
৩০ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যমে লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুই নাইজেরিয়ানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন, ফ্র্যাঙ্ক কোকো (৩৬), ইমানুয়েল (৩৬) এবং বাংলাদেশি নারী মোসা. সুইটি আক্তার (২৭)।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া গতির পিক-আপ ভ্যানের ধাক্কায় শিল্পী আক্তার নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার এমসি বাজার এলাকার সুফিয়া স্পিনিং মিলস্ এর সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় ১৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা এই মৌসুমে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টির রেকর্ড। বিষয়টি জানিয়েছেন রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন।
১ ঘণ্টা আগে