উত্তরা (ঢাকা) প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুই নাইজেরিয়ানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন—ফ্র্যাঙ্ক কোকো (৩৬), ইমানুয়েল (৩৬) এবং বাংলাদেশি নারী মোসা. সুইটি আক্তার (২৭)।
গতকাল সোমবার (৭ জুলাই) রাতে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম এ তথ্য জানান।
এই র্যাব কর্মকর্তা আরও জানান, চক্রটি বাংলাদেশি নারীদের ব্যবহার করে এ প্রতারণার মাধ্যমে শতাধিক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেপ্তার সুইটি বাংলাদেশের কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় র্যাব।
তিনি আরও জানান, একজন বিত্তবান বিদেশি নাগরিকের ছদ্মবেশে ফেসবুকে বিভিন্ন ধরনের বিনিয়োগ, বিমানবন্দরের কার্গো সেকশনে ডলারের প্যাকেজ পাঠানো অথবা কাস্টম ক্লিয়ারেন্সে বিদেশ থেকে পাঠানো দামি পণ্য নিষ্পত্তি করার জন্য নির্ধারিত চার্জ দাবি করে প্রতারণা করে। ছবি, ছাড়পত্র ও সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে এ কাজ করে তারা।
লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম জানান, গ্রেপ্তার নাইজেরিয়ান ফ্র্যাঙ্ক কোকো ও ইমানুয়েল ২ বছর ধরে এই প্রতারণা চালিয়ে আসছেন। বাংলাদেশি নারী সুইটি আক্তার তিন মাসে আগে তাঁদের সঙ্গে যুক্ত হন। কোকো দুই বছর আগে র্যাব-১০-এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি নগদ ও বিকাশ অ্যাকাউন্টে প্রায় ১৮ লাখ টাকার স্টেটমেন্ট পাওয়া গেছে, যেখানে এখনো অর্থ আসছে। পাশাপাশি তাদের আরও মোবাইল ব্যাংকিং সিম এবং অ্যাকাউন্ট রয়েছে, যেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।’
এর আগে গত রোববার রাত থেকে সোমবার দিনভর রাজধানীর বসুন্ধরা ও মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-১। আসামিদের কাছ থেকে দুটি ল্যাপটপ, চারটি আইফোন, তিনটি স্মার্ট মোবাইল ফোন, তিনটি বাটন মোবাইল ফোন, একটি ট্যাব ও একটি হার্ডড্রাইভ জব্দ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুই নাইজেরিয়ানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন—ফ্র্যাঙ্ক কোকো (৩৬), ইমানুয়েল (৩৬) এবং বাংলাদেশি নারী মোসা. সুইটি আক্তার (২৭)।
গতকাল সোমবার (৭ জুলাই) রাতে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম এ তথ্য জানান।
এই র্যাব কর্মকর্তা আরও জানান, চক্রটি বাংলাদেশি নারীদের ব্যবহার করে এ প্রতারণার মাধ্যমে শতাধিক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেপ্তার সুইটি বাংলাদেশের কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় র্যাব।
তিনি আরও জানান, একজন বিত্তবান বিদেশি নাগরিকের ছদ্মবেশে ফেসবুকে বিভিন্ন ধরনের বিনিয়োগ, বিমানবন্দরের কার্গো সেকশনে ডলারের প্যাকেজ পাঠানো অথবা কাস্টম ক্লিয়ারেন্সে বিদেশ থেকে পাঠানো দামি পণ্য নিষ্পত্তি করার জন্য নির্ধারিত চার্জ দাবি করে প্রতারণা করে। ছবি, ছাড়পত্র ও সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে এ কাজ করে তারা।
লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম জানান, গ্রেপ্তার নাইজেরিয়ান ফ্র্যাঙ্ক কোকো ও ইমানুয়েল ২ বছর ধরে এই প্রতারণা চালিয়ে আসছেন। বাংলাদেশি নারী সুইটি আক্তার তিন মাসে আগে তাঁদের সঙ্গে যুক্ত হন। কোকো দুই বছর আগে র্যাব-১০-এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি নগদ ও বিকাশ অ্যাকাউন্টে প্রায় ১৮ লাখ টাকার স্টেটমেন্ট পাওয়া গেছে, যেখানে এখনো অর্থ আসছে। পাশাপাশি তাদের আরও মোবাইল ব্যাংকিং সিম এবং অ্যাকাউন্ট রয়েছে, যেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।’
এর আগে গত রোববার রাত থেকে সোমবার দিনভর রাজধানীর বসুন্ধরা ও মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-১। আসামিদের কাছ থেকে দুটি ল্যাপটপ, চারটি আইফোন, তিনটি স্মার্ট মোবাইল ফোন, তিনটি বাটন মোবাইল ফোন, একটি ট্যাব ও একটি হার্ডড্রাইভ জব্দ করা হয়।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
১ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
২ ঘণ্টা আগে