Ajker Patrika

আট মামলায় ২১ দিন রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
জাফর আলমকে প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
জাফর আলমকে প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে আট মামলায় ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালত জাফরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালত থেকে প্রিজন ভ্যানে করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের পরিদর্শক মো. আনোয়ার উল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘পেকুয়া থানার তিনটি মামলায় সাত দিনের রিমান্ড শেষে জাফরকে আজ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

এর আগে ১৮ জুন চকরিয়া থানার পাঁচ মামলায় জাফরকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পরে আদালতে হাজির করে ২ জুলাই সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পেকুয়া থানায় নেওয়া হয়।

জাফরের আইনজীবী ওমর ফারুক বলেন, ‘আজ জাফরের জামিনের জন্য তাঁরা আবেদন করেননি। পরে জামিনের জন্য আবেদন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত