Ajker Patrika

মধু সংগ্রহে মৌয়ালদের সুন্দরবনে যাত্রা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৫: ৩৫
মধু সংগ্রহে মৌয়ালদের সুন্দরবনে যাত্রা

পূর্ব সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণের মৌসুম। আজ রোববার ভোরে শরণখোলায় মৌয়ালরা মধু সংগ্রহের জন্য সুন্দরবনে যাত্রা করেন। এদিন মৌয়ালদের বনের শরণখোলা স্টেশনসহ অন্যান্য স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) দেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্র জানায়, মৌয়ালেরা সুন্দরবনে মধু সংগ্রহের জন্য ১ এপ্রিল শরণখোলা স্টেশনসহ অন্যান্য স্টেশন থেকে অনুমতিপত্র সংগ্রহ করেন। আগামী ৩০ জুন পর্যন্ত মৌয়ালরা বনে মধু সংগ্রহ করবেন। আজ ভোরে শরণখোলা স্টেশন থেকে মৌয়ালদের ৩৩টি নৌকার বহর গভীর বনের নির্দিষ্ট গন্তব্যে রওনা হয়।

শরণখোলার বগী গ্রামের মাহাবুল হোসেন ও উত্তর সাউথখালী গ্রামের মৌয়াল আসাদুল জানান, তাঁরা প্রায় ২৫ বছর ধরে সুন্দরবনে মধু সংগ্রহ করছেন। প্রতিবার সুন্দরবনে যাত্রায় তাঁদের ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ করে বনে যেতে হয়। গত বছর আশানুরূপ মধু না পাওয়ায় লোকসান হয়েছে। এ বছর বেশি মধু পাওয়া পাওয়া যাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সুন্দরবনে মধু আহরণের জন্য শনিবার ৩৩টি নৌকা অনুমতিপত্র নিয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, এ বছর সুন্দরবন থেকে ৮০০ কুইন্টাল মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর আবহাওয়া অনুকূলে না থাকায় ৬০০ কুইন্টাল মধু সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে মৌয়ালরা ২৮৮ কুইন্টাল মধু সংগ্রহ করতে পেরেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত