Ajker Patrika

আঙিনায় জোড়া বাঘ, বনরক্ষীদের শ্বাসরুদ্ধকর ২০ ঘণ্টা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আঙিনায় জোড়া বাঘ, বনরক্ষীদের শ্বাসরুদ্ধকর ২০ ঘণ্টা

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনে টহল ফাঁড়ির আঙিনায় এসে পড়েছিল দুটি বাঘ। এই নিয়ে ২০ ঘণ্টা শ্বাসরুদ্ধকর সময় পার করেছেন পাঁচ বনরক্ষী। 

গতকাল শুক্রবার বেলা ২টা থেকে আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়িতে বাঘ দুটি অবস্থান করে। এরপর গভীর বনে ফিরে যায়। 

এ নিয়ে মোবাইল ফোনে জানতে চাইলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত ফরেস্টার শেখ ফারুক আহমেদ বলেন, ‘গতকাল (৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে দুটি বাঘ চান্দেশ্বর টহল ফাঁড়ির পুকুর পাড়ে এসে বসে। এর বাঘ দুটি পানি পান করে পুকুর পাড়ে গড়াগড়ি শুরু করে। ফাঁড়ির আঙিনায় গড়াগড়ি, খুনসুটি ও ছোটাছুটি করে সারা বিকেল পার করে। 

গর্জন শুনে টহল ফাঁড়ির অফিস থেকে বের হতে গিয়ে আঙিনায় জোড়া বাঘ দেখে আতঙ্কিত হয়ে পড়েন পাঁচ বনরক্ষী। সন্ধ্যার পর বাঘ দুটি বনরক্ষীদের পুরোনো ব্যারাক ও রান্নাঘরের নিচে এসে অবস্থান নেয়। আজ খুব সকালে বাঘ দুটি আবার পুকুর পাড়ে অবস্থান নেয়। বেলা ১১টার দিকে বাঘ দুটি বনে ফিরে যায়। 

ফরেস্টার শেখ ফারুক বলেন, ‘টহল ফাঁড়ির আঙিনায় জোড়া বাঘ থাকায় দীর্ঘ সময় ধরে বনরক্ষীরা শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলেন। সুন্দরবনে এখন বাঘের প্রজনন মৌসুম চলছে। বাঘ দুটি সঙ্গম করতেও এসে থাকতে পারে।’

এ নিয়ে জানতে চাইলে চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার বলেন, ‘সুন্দরবনে ২৫ থেকে ৩০ বছর চাকরি করেও একটি বাঘ চোখে পড়ে না। সেখানে চান্দেশ্বর টহল ফাঁড়িতে এক সঙ্গে জোড়া বাঘ দেখা একটি বিরল ঘটনা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত