Ajker Patrika

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু 

প্রতিনিধি, কুষ্টিয়া
আপডেট : ২৬ জুলাই ২০২১, ১২: ০২
Thumbnail image

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন করোনা শনাক্ত ছিলেন, আর একজনের করোনার উপসর্গ ছিল। ২৫ জুলাই রোববার সকাল ৮টা থেকে আজ ২৬ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাঁদের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় আরও ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন ২৩৮ জন। এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম। 

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, হাসপাতালে ২০০ বেডের অনুকূলে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন ভর্তি আছেন ২১০ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগীই ১৩৬ জন। বাকিরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

গত সাত দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৮৫ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ২৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় মোট মৃত্যু হয়েছে ৫০৭ জনের। এর বাইরেও করোনার উপসর্গ নিয়ে আরও শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আজ সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত