Ajker Patrika

কালীগঞ্জে গণপরিবহনে চাঁদাবাজি, আটক ৪ 

ঝিনাইদহ প্রতিনিধি
Thumbnail image

ঝিনাইদহের কালীগঞ্জে গণপরিবহন থেকে বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজির ঘটনায় ৪ জনকে আটক করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে কালীগঞ্জ কোটচাঁদপুর মহাসড়কের তালেশ্বর থেকে তাদের আটক করা হয়। পরে র‍্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে তাঁদের কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আটকেরা হলেন–রবিন কুমার দাস, আওয়াল হোসেন, আনজু ও এস এম ফারুখ খান। তাদের সবার বাড়ি কালীগঞ্জ উপজেলায়।

আজ বৃহস্পতিবার র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘কালীগঞ্জের মহাসড়কের বিভিন্ন স্থানে চলাচলকারী যানবাহন থেকে শ্রমিক সংগঠন, পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজির খবর আসে র‍্যাবের কাছে। সেই খবরের ভিত্তিতে তালেশ্বর থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে ৪ জনকে আটক করা হয়।’

ইশতিয়াক হোসাইন আরও বলেন, ‘এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ১৬০ টাকা ও রসিদ বই জব্দ করা হয়। র‍্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে তাদের কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত