নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অশিক্ষিত চাষাভুষারা এই সরকারের চেয়ে ভালো দেশ চালাতে পারবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। তিনি বলেছেন, ‘গরিবের ট্যাক্সের টাকায় রাষ্ট্র-সরকার চলে, আর গরিব থাকে বঞ্চিত। অশিক্ষিত, মূর্খ চাষাভুষারা এই সরকারের চেয়ে ভালো দেশ চালাতে পারবে।’
আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সরকারকে প্রান্তিক জনগোষ্ঠীর চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত কাইয়ূম এ কথা বলেন। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এ সভার আয়োজন করে।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ নিশ্চিতে ঐকমত্য কমিশনে এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের দাবি জানিয়ে হাসনাত কাইয়ূম বলেন, গরিবের ট্যাক্সের টাকায় রাষ্ট্র-সরকার চলে, আর গরিব থাকে বঞ্চিত। রাষ্ট্র পরিচালনায় গরিব ভূমিহীন, কৃষক, জেলে, সাঁওতাল, সাধু-সন্ন্যাসী, দলিত, পাহাড়িসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
ভূমি ও কৃষি সংস্কার কমিশন গঠন, বাগদা ফার্মের জমি প্রকৃত মালিকদের ফেরত দেওয়া, হাটঘাটের ইজারাদারি প্রথা বাতিলসহ ৮ দফা দাবিতে শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা। সমাবেশে উল্লেখিত ৮ দফা অবিলম্বে পূরণের আহ্বান জানান হাসনাত কাইয়ূম। সেটা না হলে গরিব, চাষাভুষা, মূর্খদের নিজেরা সংগঠিত হয়ে নির্বাচনে অংশ নিয়ে সংসদ দখল করে দাবিগুলো পূরণ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন বলেন, বাংলাদেশের ৬৪ শতাংশ মানুষ ভূমিহীন। এখনো দেশের অন্তত ৭০ ভাগ মানুষ কৃষি ও কৃষিসংক্রান্ত পেশায় যুক্ত। গণ-অভ্যুত্থানে দেশের প্রান্তিক মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি।
তিনি আরও বলেন, ‘সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সারা জীবন কৃষি, কৃষক, ভূমিহীন, মেহনতি জনতার জন্য আন্দোলন করেছেন। কিন্তু উপদেষ্টা হবার পর আমাদের বারবার দাবির মুখেও তাঁরা কৃষি, কৃষক, জেলে, সাঁওতাল, ভূমিহীনদের জন্য কোনো উদ্যোগ নেন নাই।’
সরকারকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘আপনারা যেটা ১১ মাসে পারেন নাই, আমরা চাষাভুষা, অশিক্ষিত, গরিবরা সেটা এক মাসে করে দেখাতে পারব।’
সমাবেশ সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক ছামিউল আলম রাশুর। সমাবেশে সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলার আব্দুস শুকুর মিয়া, বরিশালের সাইফুর রহমান, নোয়াখালীর সামছুদ্দিন রাকিব, আজগার আলী, সিরাজগঞ্জ জেলার আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলার আব্দুল হামিদ, লালমনিরহাট জেলার শফিকুল ইসলাম, পাবনা জেলার মো. সাবু ইসলাম, গাইবান্ধা জেলার মো. স্বপন শেখ, রাফায়েল হাজরা, নারায়ণগঞ্জ জেলার জিয়ারুল ইসলাম সুমন, শেরপুর জেলার শাহিন আলম প্রমুখ।
অশিক্ষিত চাষাভুষারা এই সরকারের চেয়ে ভালো দেশ চালাতে পারবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। তিনি বলেছেন, ‘গরিবের ট্যাক্সের টাকায় রাষ্ট্র-সরকার চলে, আর গরিব থাকে বঞ্চিত। অশিক্ষিত, মূর্খ চাষাভুষারা এই সরকারের চেয়ে ভালো দেশ চালাতে পারবে।’
আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সরকারকে প্রান্তিক জনগোষ্ঠীর চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত কাইয়ূম এ কথা বলেন। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এ সভার আয়োজন করে।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ নিশ্চিতে ঐকমত্য কমিশনে এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের দাবি জানিয়ে হাসনাত কাইয়ূম বলেন, গরিবের ট্যাক্সের টাকায় রাষ্ট্র-সরকার চলে, আর গরিব থাকে বঞ্চিত। রাষ্ট্র পরিচালনায় গরিব ভূমিহীন, কৃষক, জেলে, সাঁওতাল, সাধু-সন্ন্যাসী, দলিত, পাহাড়িসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
ভূমি ও কৃষি সংস্কার কমিশন গঠন, বাগদা ফার্মের জমি প্রকৃত মালিকদের ফেরত দেওয়া, হাটঘাটের ইজারাদারি প্রথা বাতিলসহ ৮ দফা দাবিতে শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা। সমাবেশে উল্লেখিত ৮ দফা অবিলম্বে পূরণের আহ্বান জানান হাসনাত কাইয়ূম। সেটা না হলে গরিব, চাষাভুষা, মূর্খদের নিজেরা সংগঠিত হয়ে নির্বাচনে অংশ নিয়ে সংসদ দখল করে দাবিগুলো পূরণ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন বলেন, বাংলাদেশের ৬৪ শতাংশ মানুষ ভূমিহীন। এখনো দেশের অন্তত ৭০ ভাগ মানুষ কৃষি ও কৃষিসংক্রান্ত পেশায় যুক্ত। গণ-অভ্যুত্থানে দেশের প্রান্তিক মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি।
তিনি আরও বলেন, ‘সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সারা জীবন কৃষি, কৃষক, ভূমিহীন, মেহনতি জনতার জন্য আন্দোলন করেছেন। কিন্তু উপদেষ্টা হবার পর আমাদের বারবার দাবির মুখেও তাঁরা কৃষি, কৃষক, জেলে, সাঁওতাল, ভূমিহীনদের জন্য কোনো উদ্যোগ নেন নাই।’
সরকারকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘আপনারা যেটা ১১ মাসে পারেন নাই, আমরা চাষাভুষা, অশিক্ষিত, গরিবরা সেটা এক মাসে করে দেখাতে পারব।’
সমাবেশ সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক ছামিউল আলম রাশুর। সমাবেশে সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলার আব্দুস শুকুর মিয়া, বরিশালের সাইফুর রহমান, নোয়াখালীর সামছুদ্দিন রাকিব, আজগার আলী, সিরাজগঞ্জ জেলার আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলার আব্দুল হামিদ, লালমনিরহাট জেলার শফিকুল ইসলাম, পাবনা জেলার মো. সাবু ইসলাম, গাইবান্ধা জেলার মো. স্বপন শেখ, রাফায়েল হাজরা, নারায়ণগঞ্জ জেলার জিয়ারুল ইসলাম সুমন, শেরপুর জেলার শাহিন আলম প্রমুখ।
যশোরের অভয়নগরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় কয়লা ডাম্পিং অব্যাহত রয়েছে। এতে ফুঁসে উঠেছেন অভিভাবকসহ সচেতন এলাকাবাসী। এর প্রতিকার চেয়ে যশোরের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে গণ পিটিশন দাখিল করা হয়েছে।
২ ঘণ্টা আগেলাইসেন্স ও অনুমোদন না নিয়েই মেট্রোরেল লাইন-৬ (এমআরটি-৬)-এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশ সম্প্রসারণ চলছে। অথচ আইনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) থেকে লাইসেন্স নিয়ে নির্মাণকাজ শুরুর বাধ্যবাধকতা রয়েছে।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
৬ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
৬ ঘণ্টা আগে