Ajker Patrika

ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ৬ বাল্কহেড ডুবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ডুবে যাওয়া একটি বাল্কহেড। ছবি: সংগৃহীত
ডুবে যাওয়া একটি বাল্কহেড। ছবি: সংগৃহীত

বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ছয়টি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি বাল্কহেড চরে আটকে যাওয়ার খবর পাওয়া গেছে। এগুলো উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন নৌ পুলিশের কর্মকর্তা।

এদিকে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ১৩ জনকে স্থানীয় জেলেরা নৌ পুলিশের সহায়তায় উদ্ধার করেছেন।

শনিবার মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে ঝড়ের সময় মেহেন্দীগঞ্জের মল্লিকপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে পাঁচটি বাল্কহেড ডুবে যায়। এগুলো উদ্ধারে এখনো কাজ চলমান। তিনি জানান, বাল্কহেডগুলো ডুবে গেলেও কোনো নিখোঁজ বা হতাহতের খবর নেই।

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, একই সময় হিজলা উপজেলার ধুলখোলা ও আলিগঞ্জ-সংলগ্ন মেঘনা নদীতে একটি পাথরবোঝাই বাল্কহেড ডুবে যায়। যদিও ভাটার সময় সেটিকে আবার দেখা গেছে। নৌযানটি উদ্ধারের চেষ্টা চলছে।

তবে মেঘনা নদীতে একটি বাল্কহেড চরে আটকে যাওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে হিজলা নৌ পুলিশ। ইনচার্জ গৌতম জানান, নদীতে তাদের টহল দল রয়েছে, যারা তথ্য সংগ্রহ ও বিপদগ্রস্তদের উদ্ধারে কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত