Ajker Patrika

খুবিতে আইইএলটিএস বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

খুবি প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৮: ০৩
Thumbnail image

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আইইএলটিএস বিষয়ে শিক্ষকদের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণকক্ষে প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।

এ সময় তিনি বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু বিশেষত্ব রয়েছে। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের সকাল ৯টায় ক্লাস শুরু হয় এবং বিকেল ৫টায় শেষ হয়। এ সময়ে সব শিক্ষককে পাওয়া যায়। যা অনেক বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। এখানের পড়াশোনার মাধ্যম ইংরেজি। শিক্ষকদের ৪৫ শতাংশেরও বেশি উচ্চশিক্ষা বা পিএইচডিধারী। যা সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি বা উচ্চশিক্ষার ডিগ্রি বেশি।’

অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ ছাপিয়ে বিদেশেও সুনামের সঙ্গে তাঁদের কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন। যা সম্ভব হয়েছে শিক্ষকদের পরিশ্রম ও আন্তরিকতার ফলে। ক্লাস এবং ক্লাসের বাইরেও পড়াশোনার ব্যাপারে শিক্ষার্থীদের সময় দেওয়া রয়েছে এর পেছনে।’

উপাচার্য আরও বলেন, ‘আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা যে শিক্ষা পেয়েছি বা পাচ্ছি, তা আমাদের শিক্ষার্থীদের দিতে হবে।’

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের উচ্চশিক্ষা প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপরেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি বিষয়ের শিক্ষক রেদওয়ান ইসলাম। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত