কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মোজাম বিশ্বাস (৫২)। পেশায় ভ্যানচালক। তাঁর আয়ের একমাত্র সম্বল সেই ভ্যানটিও গতকাল মঙ্গলবার সকালে চুরি গেছে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এখন কিস্তি আর প্রতিদিনের খাবার জোটাতে চরম বিপাকে পড়েছেন তিনি। এ ব্যাপারে থানায় জিডি হয়েছে।
ভুক্তভোগী মোজাম বিশ্বাস বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টার দিকে একজন যাত্রী নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। এরপর তাকে নামিয়ে দিয়ে, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যানের ওপর বসে ছিলাম। কিছুক্ষণ পর পাশের বাথরুমে যাই। পরে ফিরে এসে ভ্যানটি আর পাইনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু ভ্যান পাইনি।’
মোজাম আরও বলেন, ‘আমার সংসারে তিন কন্যা আর স্ত্রী। পরিবারের সদস্য সংখ্যা পাঁচ জন। যাদের প্রত্যেকের মুখে আহার জোটে আমার আয়ের ওপর। ভ্যানটি কালীগঞ্জের ইসলামী ব্যাংক থেকে লোন করে কিনেছিলাম। যার কিস্তি এখনো চলছে। ভ্যান হারিয়ে এখন উভয়সংকটে আমি। একদিকে কিস্তি, অন্যদিকে প্রতিদিনের সংসার চালানো খরচ।’
মোজাম আরও বলেন, ‘এখন বাড়ির ৫ শতক মাথা গোছার জমি ছাড়া আর কিছু নাই আমার। এ ছাড়া কয়েক দিন পর ঈদ। এখন আমি কী করব, আর কোথায় গেলে এর সমাধান মিলবে তা আমি বুঝতে পারছি না।’
মোজাম বিশ্বাস কালীগঞ্জ শাহপুর-ঘিঘাটি আবাসনসংলগ্ন পাড়ার বাসিন্দা। তিনি ওই পাড়ার আবুল হোসেনের ছেলে। আজ বুধবার বিকেলে মোজাম বিশ্বাস কোটচাঁদপুর থানায় জিডি করেছেন।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) গৌরঙ্গ বর্মণ বলেন, ‘আজ বিকেলে এ-সংক্রান্ত একটা অভিযোগ করেছেন এক মুরব্বি।’
উল্লেখ, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স চুরি এখন নিত্যদিনের ঘটনা। এর আগে ও অনেকের অনেক কিছু চুরি হলেও কেউ কিছু ফেরত পায়নি। এটা কর্তৃপক্ষের অবহেলায় ঘটছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
মোজাম বিশ্বাস (৫২)। পেশায় ভ্যানচালক। তাঁর আয়ের একমাত্র সম্বল সেই ভ্যানটিও গতকাল মঙ্গলবার সকালে চুরি গেছে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এখন কিস্তি আর প্রতিদিনের খাবার জোটাতে চরম বিপাকে পড়েছেন তিনি। এ ব্যাপারে থানায় জিডি হয়েছে।
ভুক্তভোগী মোজাম বিশ্বাস বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টার দিকে একজন যাত্রী নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। এরপর তাকে নামিয়ে দিয়ে, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যানের ওপর বসে ছিলাম। কিছুক্ষণ পর পাশের বাথরুমে যাই। পরে ফিরে এসে ভ্যানটি আর পাইনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু ভ্যান পাইনি।’
মোজাম আরও বলেন, ‘আমার সংসারে তিন কন্যা আর স্ত্রী। পরিবারের সদস্য সংখ্যা পাঁচ জন। যাদের প্রত্যেকের মুখে আহার জোটে আমার আয়ের ওপর। ভ্যানটি কালীগঞ্জের ইসলামী ব্যাংক থেকে লোন করে কিনেছিলাম। যার কিস্তি এখনো চলছে। ভ্যান হারিয়ে এখন উভয়সংকটে আমি। একদিকে কিস্তি, অন্যদিকে প্রতিদিনের সংসার চালানো খরচ।’
মোজাম আরও বলেন, ‘এখন বাড়ির ৫ শতক মাথা গোছার জমি ছাড়া আর কিছু নাই আমার। এ ছাড়া কয়েক দিন পর ঈদ। এখন আমি কী করব, আর কোথায় গেলে এর সমাধান মিলবে তা আমি বুঝতে পারছি না।’
মোজাম বিশ্বাস কালীগঞ্জ শাহপুর-ঘিঘাটি আবাসনসংলগ্ন পাড়ার বাসিন্দা। তিনি ওই পাড়ার আবুল হোসেনের ছেলে। আজ বুধবার বিকেলে মোজাম বিশ্বাস কোটচাঁদপুর থানায় জিডি করেছেন।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) গৌরঙ্গ বর্মণ বলেন, ‘আজ বিকেলে এ-সংক্রান্ত একটা অভিযোগ করেছেন এক মুরব্বি।’
উল্লেখ, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স চুরি এখন নিত্যদিনের ঘটনা। এর আগে ও অনেকের অনেক কিছু চুরি হলেও কেউ কিছু ফেরত পায়নি। এটা কর্তৃপক্ষের অবহেলায় ঘটছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে