Ajker Patrika

বাগেরহাটে ৩ দিন আগে নিখোঁজ ইমামের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর খাল থেকে মোতালেব হোসেন (৭০) নামের এক ইমামের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববর (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাংলাবাজার খাল থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে ওই লাশ উদ্ধার করে।

মোতালেব হোসেন শরণখোলা উপজেলার পূর্বখাদা-চরঘাটা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় চরঘাটা জামে মসজিদে নামাজ পড়াতেন।

শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকালে খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে এসআই আরও বলেন, মোতালেব হোসেন গত সোমবার বরিশালের চরমোনাইয়ের মাহফিলে গিয়েছিলেন। গত বুধবারও পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে তাঁর। বৃহস্পতিবার রাতে তাঁকে স্থানীয়রা দেখেছেন। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের কারও আর যোগাযোগ ছিল না। এটা হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, সে বিষয়ে জানার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত