Ajker Patrika

ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে কালীগঞ্জ থানা জামে মসজিদে মিলাদ মাহফিল

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে কালীগঞ্জ থানা জামে মসজিদে মিলাদ মাহফিল

কালীগঞ্জ থানা জামে মসজিদ কমিটির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ এশা থেকে থানা জামে মসজিদে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। 

ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন থানা জামে মসজিদের খতিব ও উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হজরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আকরাম হোসেন, থানা জামে মসজিদের ইমাম মাওলানা ফারুক হুসাইন, হাফেজ মনিরুল ইসলাম আশেকী, হাফেজ শাহাদাত হুসাইন। এ ছাড়া আলোচনা করেন কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান। 

দোয়া মাহফিলে থানা জামে মসজিদের সভাপতি ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মহাইমেনুর রশিদ। 

দোয়া মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম আজিজী। দোয়া শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত