Ajker Patrika

কেশবপুরের সাবেক মেয়র রফিকুলের বাড়ি ঘেরাও, উদ্ধার করল পুলিশ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে স্থানীয় যুবকদের ঘেরাও থেকে পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বেলা ৩টার দিকে পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া (ভবানীপুর) থেকে রফিকুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল তাঁর বাড়ি ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়ায় আত্মগোপনে ছিলেন। আজ দুপুরের দিকে ওই এলাকা কিছু যুবক ঘিরে রাখেন। বিষয়টি বুঝতে পেরে রফিকুল একই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘জনগণ তাঁকে (রফিকুল) ঘিরে রাখে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।’

উল্লেখ্য, রফিকুল ইসলাম ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি নৌকা প্রতীকে ফের মেয়র পদে জয়ী হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত