Ajker Patrika

বদলির ছাড়পত্র আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চিরবিদায়

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২২, ১৭: ৪০
Thumbnail image

যশোরের কেশবপুরে ব্যাটারিচালিত ভ্যানে চড়ে বদলির ছাড়পত্র আনতে যাওয়ার পথে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে বিআরডিবির কর্মকর্তা আশরাফ আলীর (৫৭) মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ে দুর্ঘটনার শিকার হন তিনি। কেশবপুর থেকে মাদারীপুর জেলায় তাঁর বদলি হওয়ায় ছাড়পত্র আনার জন্য যশোরের উদ্দেশে যাচ্ছিলেন। 

তিনি ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে। 

এলাকাবাসী ও পুলিশ বলছে, উপজেলা বিআরডিবির পল্লী জীবিকায়ন প্রকল্পের মাঠসংগঠক আশরাফ আলী সকালে ব্যাটারিচালিত ভ্যানে শহরের বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের ত্রিমোহিনী মোড়ে চুকনগরগামী একটি বালুভর্তি ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে ওই গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ভ্যানচালক উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৬০) গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র বলেন, পল্লী জীবিকায়ন প্রকল্পের মাঠসংগঠক আশরাফ আলীর কেশবপুর থেকে মাদারীপুর সদরে বদলি হন। তিনি বিআরডিবির যশোর অফিসে বদলির ছাড়পত্র আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। 

এ বিষয়ে চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত