Ajker Patrika

শার্শায় নতুন জাতের মাদকসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধি, শার্শা (যশোর)
আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৯: ৫০
শার্শায় নতুন জাতের মাদকসহ গ্রেপ্তার ৫

যশোরের শার্শা সীমান্তে ফেনসিডিল, গাঁজা ও ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত `এসকাফ কোডিন' নামের নতুন জাতের মাদকসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার সকাল ১১টা পর্যন্ত পৃথক দুটি অভিযানে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁধপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আবু সাঈদ (২৮), মিজানুর রহমানের ছেলে রবিউল ইসলাম রবি (২৪), সুরত আলীর ছেলে মেহেদী হাসান (২৭), মনুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম সম্রাট (২৪) ও বেনাপোলের ভবারবেড় গ্রামের ইয়ার আলীর মেয়ে তানজিলা বেগম (২৫)। 

২.৪০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তারকৃত নারীযশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, তাঁদের কাছে গোপন খবর আসে শার্শা সীমান্ত পথে ভারত থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব প্রবেশ করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে শার্শার চালতিবাড়িয়া থেকে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৪২ বোতল এসকাফ কোডিন (ESKUF CODEINE) নামের ভয়ংকর মাদক দ্রব্য উদ্ধার করা হয়। 

অপরদিকে একই দিনে বেনাপোলের ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়। 

উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৩ লাখ ৯৬ হাজার টাকা। তাঁদেরকে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা ও বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত