চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায় কয়েকজন যুবক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে দুজনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বোমা, বিস্ফোরিত একটি বোমার আলামত ও একটি চাকু উদ্ধার করে পুলিশ।
সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পেছনে। আটক দুই যুবক হলেন অয়ন (১৯) ও আমানউল্লাহ (১৯)। এ ঘটনায় প্রধান অভিযুক্ত স্থানীয় যুবক শুভ (১৯)।
পাত্রীর বাবা শুকুর আলী অভিযোগ করে বলেন, ‘এলাকার জাকিরের ছেলে শুভ আমার মেয়ে সাদিয়া আক্তারকে প্রেমের নিবেদনের পাশাপাশি কুপ্রস্তাব দিত এবং উত্ত্যক্ত করত। আমার মেয়ে রাজি ছিল না। সে কারণে মেয়েকে নড়াইল জেলা সদরের ভাঙ্গুড়ায় বিয়ে দিই। গত রাতে আমার বাসায় মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। রাত ১২টার দিকে শুভ, আমানউল্লাহ, অয়নসহ ৭-৮ জন আমার বাড়িতে এসে বোমা ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করে। খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশ এবং জালের কয়েকটি কাঠি উদ্ধার করে দুজনকে আটক করে।’
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আ ফ ম মনিরুজ্জামান বলেন, বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অপরাধে আমানউল্লাহ ও অয়ন নামে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি বোমা ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশ ও উদ্ধার করে আনা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
যশোরের চৌগাছায় বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায় কয়েকজন যুবক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে দুজনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বোমা, বিস্ফোরিত একটি বোমার আলামত ও একটি চাকু উদ্ধার করে পুলিশ।
সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পেছনে। আটক দুই যুবক হলেন অয়ন (১৯) ও আমানউল্লাহ (১৯)। এ ঘটনায় প্রধান অভিযুক্ত স্থানীয় যুবক শুভ (১৯)।
পাত্রীর বাবা শুকুর আলী অভিযোগ করে বলেন, ‘এলাকার জাকিরের ছেলে শুভ আমার মেয়ে সাদিয়া আক্তারকে প্রেমের নিবেদনের পাশাপাশি কুপ্রস্তাব দিত এবং উত্ত্যক্ত করত। আমার মেয়ে রাজি ছিল না। সে কারণে মেয়েকে নড়াইল জেলা সদরের ভাঙ্গুড়ায় বিয়ে দিই। গত রাতে আমার বাসায় মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। রাত ১২টার দিকে শুভ, আমানউল্লাহ, অয়নসহ ৭-৮ জন আমার বাড়িতে এসে বোমা ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করে। খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশ এবং জালের কয়েকটি কাঠি উদ্ধার করে দুজনকে আটক করে।’
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আ ফ ম মনিরুজ্জামান বলেন, বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অপরাধে আমানউল্লাহ ও অয়ন নামে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি বোমা ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশ ও উদ্ধার করে আনা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
৫ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
৯ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
২১ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
৪০ মিনিট আগে