পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা থেকে ৭০ কিলোমিটার গভীরে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। ঘটনার ৪ ঘণ্টা পর ট্রলারের ১৭ জেলেকে উদ্ধার করা হয়েছে।
মো. দিদার হোসেনের মালিকানাধীন এফবি ফিদিয়া নামের ট্রলারটি আজ মঙ্গলবার ফিরে আসার সময় ডুবে যায়। বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার ডুবি ও জেলেদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলী এলাকায়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ট্রলার মালিকের মো. দিদার হোসেনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, ৬৫ দিন মৎস্য অবরোধের পর রসদ সামগ্রী নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় এফবি ফিদিয়া ট্রলারটি। বৈরী আবহাওয়া দেখে নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলে ফিরে আসার সময় বাতাসের চাপে উল্টে যায় ট্রলারটি। এরপর জেলেরা ট্রলারে থাকা বয়া ধরে ভাসতে থাকেন। একই এলাকা দিয়ে মহিপুরের অন্য একটি ট্রলার তাঁদের ভাসতে দেখে উদ্ধার করে নিয়ে আসে।
এর আগে আজ বেলা দেড়টার দিকে বিষখালী নদীতে মাছ ধরার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে আবুল হোসেন নামে এক জেলে নিখোঁজ হন। তাঁকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা কেএম সাফিউল কিঞ্জল রাত সাড়ে নয়টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এফবি ফিদিয়া নামক একটি ট্রলার ১৭ জন জেলেসহ চরে আটকা পড়ে যায়। বিষয়টি জানার পরে কোস্টগার্ড জেলেদের উদ্ধার করে নিয়ে আসা হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শুকনো খাবার দেওয়া হয়।
বরগুনার পাথরঘাটা থেকে ৭০ কিলোমিটার গভীরে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। ঘটনার ৪ ঘণ্টা পর ট্রলারের ১৭ জেলেকে উদ্ধার করা হয়েছে।
মো. দিদার হোসেনের মালিকানাধীন এফবি ফিদিয়া নামের ট্রলারটি আজ মঙ্গলবার ফিরে আসার সময় ডুবে যায়। বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার ডুবি ও জেলেদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলী এলাকায়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ট্রলার মালিকের মো. দিদার হোসেনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, ৬৫ দিন মৎস্য অবরোধের পর রসদ সামগ্রী নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় এফবি ফিদিয়া ট্রলারটি। বৈরী আবহাওয়া দেখে নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলে ফিরে আসার সময় বাতাসের চাপে উল্টে যায় ট্রলারটি। এরপর জেলেরা ট্রলারে থাকা বয়া ধরে ভাসতে থাকেন। একই এলাকা দিয়ে মহিপুরের অন্য একটি ট্রলার তাঁদের ভাসতে দেখে উদ্ধার করে নিয়ে আসে।
এর আগে আজ বেলা দেড়টার দিকে বিষখালী নদীতে মাছ ধরার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে আবুল হোসেন নামে এক জেলে নিখোঁজ হন। তাঁকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা কেএম সাফিউল কিঞ্জল রাত সাড়ে নয়টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এফবি ফিদিয়া নামক একটি ট্রলার ১৭ জন জেলেসহ চরে আটকা পড়ে যায়। বিষয়টি জানার পরে কোস্টগার্ড জেলেদের উদ্ধার করে নিয়ে আসা হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শুকনো খাবার দেওয়া হয়।
নিয়োগ নীতিমালার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়ার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্যসহ চার শিক্ষকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যশোর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক জালাল উদ্দিন মামলাটি করেছেন।
১ সেকেন্ড আগেকসবায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যার ঘটনায় স্বামী সামিউল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নগরীর বাকুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ সেকেন্ড আগেফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে (এফইসি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলেজ কর্তৃপক্ষ আজ মঙ্গলবার সন্ধ্যায় এই নোটিশ দিয়েছে। তবে এমন সিদ্ধান্তে অসন্তুষ্টির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁরা ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। রাজনৈতিক কর্মকাণ্ড
৩ মিনিট আগেকক্সবাজার টেকনাফের গহিন পাহাড়ে অপহরণকারী চক্রের একটি আস্তানা থেকে ১১ নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও নৌবাহিনী। উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী গহিন পাহাড়ে আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আজ ভোরে রিদুয়ান নামের এক ব্যক্তির
৯ মিনিট আগে