পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা থেকে ৭০ কিলোমিটার গভীরে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। ঘটনার ৪ ঘণ্টা পর ট্রলারের ১৭ জেলেকে উদ্ধার করা হয়েছে।
মো. দিদার হোসেনের মালিকানাধীন এফবি ফিদিয়া নামের ট্রলারটি আজ মঙ্গলবার ফিরে আসার সময় ডুবে যায়। বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার ডুবি ও জেলেদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলী এলাকায়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ট্রলার মালিকের মো. দিদার হোসেনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, ৬৫ দিন মৎস্য অবরোধের পর রসদ সামগ্রী নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় এফবি ফিদিয়া ট্রলারটি। বৈরী আবহাওয়া দেখে নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলে ফিরে আসার সময় বাতাসের চাপে উল্টে যায় ট্রলারটি। এরপর জেলেরা ট্রলারে থাকা বয়া ধরে ভাসতে থাকেন। একই এলাকা দিয়ে মহিপুরের অন্য একটি ট্রলার তাঁদের ভাসতে দেখে উদ্ধার করে নিয়ে আসে।
এর আগে আজ বেলা দেড়টার দিকে বিষখালী নদীতে মাছ ধরার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে আবুল হোসেন নামে এক জেলে নিখোঁজ হন। তাঁকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা কেএম সাফিউল কিঞ্জল রাত সাড়ে নয়টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এফবি ফিদিয়া নামক একটি ট্রলার ১৭ জন জেলেসহ চরে আটকা পড়ে যায়। বিষয়টি জানার পরে কোস্টগার্ড জেলেদের উদ্ধার করে নিয়ে আসা হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শুকনো খাবার দেওয়া হয়।
বরগুনার পাথরঘাটা থেকে ৭০ কিলোমিটার গভীরে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। ঘটনার ৪ ঘণ্টা পর ট্রলারের ১৭ জেলেকে উদ্ধার করা হয়েছে।
মো. দিদার হোসেনের মালিকানাধীন এফবি ফিদিয়া নামের ট্রলারটি আজ মঙ্গলবার ফিরে আসার সময় ডুবে যায়। বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার ডুবি ও জেলেদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলী এলাকায়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ট্রলার মালিকের মো. দিদার হোসেনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, ৬৫ দিন মৎস্য অবরোধের পর রসদ সামগ্রী নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় এফবি ফিদিয়া ট্রলারটি। বৈরী আবহাওয়া দেখে নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলে ফিরে আসার সময় বাতাসের চাপে উল্টে যায় ট্রলারটি। এরপর জেলেরা ট্রলারে থাকা বয়া ধরে ভাসতে থাকেন। একই এলাকা দিয়ে মহিপুরের অন্য একটি ট্রলার তাঁদের ভাসতে দেখে উদ্ধার করে নিয়ে আসে।
এর আগে আজ বেলা দেড়টার দিকে বিষখালী নদীতে মাছ ধরার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে আবুল হোসেন নামে এক জেলে নিখোঁজ হন। তাঁকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা কেএম সাফিউল কিঞ্জল রাত সাড়ে নয়টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এফবি ফিদিয়া নামক একটি ট্রলার ১৭ জন জেলেসহ চরে আটকা পড়ে যায়। বিষয়টি জানার পরে কোস্টগার্ড জেলেদের উদ্ধার করে নিয়ে আসা হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শুকনো খাবার দেওয়া হয়।
রাজধানীর খিলক্ষেতের একটি পলিথিন কারখানায় সারা দিন পলিথিন তৈরির পর রাতের আঁধারে বস্তায় ভরে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় নিয়ে বিক্রি করা হতো। একবার সিলগালার পরও গোপনে পলিথিন তৈরি করা হতো। ফের সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে।
১১ মিনিট আগেআগামীকাল শুক্রবার বাদ জুমা থেকে গণঅনশন কর্মসূচি পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শুক্রবার রাত ১২টায় নতুন কর্মসূচি ঘোষণার সময় এ কথা বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
১৫ মিনিট আগেএখন থেকে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. রইছ উদ্দিন। একই সময় উপদেষ্টার দিকে বোতল ছুড়ে মারা শিক্ষার্থীকে গ্রেপ্তারে বিরত থাকতেও বলেছেন তিনি।
২৮ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে অপরাজেয় বাংলার পাদদেশে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই সমাবেশে...
৩৪ মিনিট আগে