পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা থেকে ৭০ কিলোমিটার গভীরে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। ঘটনার ৪ ঘণ্টা পর ট্রলারের ১৭ জেলেকে উদ্ধার করা হয়েছে।
মো. দিদার হোসেনের মালিকানাধীন এফবি ফিদিয়া নামের ট্রলারটি আজ মঙ্গলবার ফিরে আসার সময় ডুবে যায়। বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার ডুবি ও জেলেদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলী এলাকায়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ট্রলার মালিকের মো. দিদার হোসেনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, ৬৫ দিন মৎস্য অবরোধের পর রসদ সামগ্রী নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় এফবি ফিদিয়া ট্রলারটি। বৈরী আবহাওয়া দেখে নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলে ফিরে আসার সময় বাতাসের চাপে উল্টে যায় ট্রলারটি। এরপর জেলেরা ট্রলারে থাকা বয়া ধরে ভাসতে থাকেন। একই এলাকা দিয়ে মহিপুরের অন্য একটি ট্রলার তাঁদের ভাসতে দেখে উদ্ধার করে নিয়ে আসে।
এর আগে আজ বেলা দেড়টার দিকে বিষখালী নদীতে মাছ ধরার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে আবুল হোসেন নামে এক জেলে নিখোঁজ হন। তাঁকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা কেএম সাফিউল কিঞ্জল রাত সাড়ে নয়টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এফবি ফিদিয়া নামক একটি ট্রলার ১৭ জন জেলেসহ চরে আটকা পড়ে যায়। বিষয়টি জানার পরে কোস্টগার্ড জেলেদের উদ্ধার করে নিয়ে আসা হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শুকনো খাবার দেওয়া হয়।
বরগুনার পাথরঘাটা থেকে ৭০ কিলোমিটার গভীরে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। ঘটনার ৪ ঘণ্টা পর ট্রলারের ১৭ জেলেকে উদ্ধার করা হয়েছে।
মো. দিদার হোসেনের মালিকানাধীন এফবি ফিদিয়া নামের ট্রলারটি আজ মঙ্গলবার ফিরে আসার সময় ডুবে যায়। বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার ডুবি ও জেলেদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলী এলাকায়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ট্রলার মালিকের মো. দিদার হোসেনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, ৬৫ দিন মৎস্য অবরোধের পর রসদ সামগ্রী নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় এফবি ফিদিয়া ট্রলারটি। বৈরী আবহাওয়া দেখে নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলে ফিরে আসার সময় বাতাসের চাপে উল্টে যায় ট্রলারটি। এরপর জেলেরা ট্রলারে থাকা বয়া ধরে ভাসতে থাকেন। একই এলাকা দিয়ে মহিপুরের অন্য একটি ট্রলার তাঁদের ভাসতে দেখে উদ্ধার করে নিয়ে আসে।
এর আগে আজ বেলা দেড়টার দিকে বিষখালী নদীতে মাছ ধরার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে আবুল হোসেন নামে এক জেলে নিখোঁজ হন। তাঁকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা কেএম সাফিউল কিঞ্জল রাত সাড়ে নয়টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এফবি ফিদিয়া নামক একটি ট্রলার ১৭ জন জেলেসহ চরে আটকা পড়ে যায়। বিষয়টি জানার পরে কোস্টগার্ড জেলেদের উদ্ধার করে নিয়ে আসা হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শুকনো খাবার দেওয়া হয়।
নদীর একের পর এক ঢেউ ক্রমাগত গ্রাস করে নিচ্ছে মাদ্রাসার ভূমি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুটি টিনশেড ঘরের বেড়া ও চাল খুলে রাখা হয়েছে রাস্তার পাশে। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে শিশুদের পড়ালেখা করাচ্ছেন শিক্ষকেরা। এই দৃশ্য নোয়াখালী হাতিয়ার চানন্দী ইউনিয়নের ইসলামপুর দাখিল...
২২ মিনিট আগেগোপালগঞ্জ সদরের চরপাথালিয়া এলাকায় আল আমিন মোল্লা (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আল রাফি শেখ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
২৬ মিনিট আগেনওগাঁর আত্রাইয়ে সবুজ হোসেন (২৬) নামের এক ধান ব্যবসায়ীকে মারধর করে প্রায় সাড়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কালীগঞ্জ-আত্রাই সড়কের বারোবিঘা ডাবল ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেদলীয় পরিচয়ের বাইরে গিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান রাকসুর নবনির্বাচিত জিএস সালাহউদ্দিন আম্মার। শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।
২ ঘণ্টা আগে