যশোরের মনিরামপুরে খোলা মাঠে কারখানা স্থাপন করে টায়ার পুড়িয়ে তেল (একধরনের জ্বালানি তেল) তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জহিরুল ইসলাম ও বৈদ্যনাথ কুমার। তাঁরা বরিশাল ও রংপুর অঞ্চল থেকে এসে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের দেবিদাসপুরে কাটাখাল এলাকায় এই কারখানা স্থাপন করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,তিন-চার বছর ধরে ফসলি জমি দখলে নিয়ে টেকওয়েস্ট ও আকন্দ ট্রেডার্স নামে পাশাপাশি দুটি কারখানা স্থাপন করে প্রকাশ্যে টায়ার পুড়িয়ে তেল তৈরির কাজ চালাচ্ছিলেন ওই ব্যবসায়ীরা। এতে তীব্র দুর্গন্ধ ও কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছিল মাঠের ফসল। দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, কারখানা দুটির অবস্থান পাশাপাশি। এদের মধ্যে একটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে। খোলা পরিবেশে অত্যন্ত অরক্ষিত অবস্থায় প্রতিষ্ঠান দুটি টায়ার পুরিয়ে একধরনের তেল তৈরি করে। টায়ার পোড়ানোর ফলে আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এ ছাড়া টায়ারের ছাই আশপাশের গাছ ও ফসলের ক্ষতি করছে।
এসিল্যান্ড আলী হাসান আরও বলেন, প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ছাড়পত্র না থাকায় আকন্দ ট্রেডার্সের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
যশোরের মনিরামপুরে খোলা মাঠে কারখানা স্থাপন করে টায়ার পুড়িয়ে তেল (একধরনের জ্বালানি তেল) তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জহিরুল ইসলাম ও বৈদ্যনাথ কুমার। তাঁরা বরিশাল ও রংপুর অঞ্চল থেকে এসে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের দেবিদাসপুরে কাটাখাল এলাকায় এই কারখানা স্থাপন করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,তিন-চার বছর ধরে ফসলি জমি দখলে নিয়ে টেকওয়েস্ট ও আকন্দ ট্রেডার্স নামে পাশাপাশি দুটি কারখানা স্থাপন করে প্রকাশ্যে টায়ার পুড়িয়ে তেল তৈরির কাজ চালাচ্ছিলেন ওই ব্যবসায়ীরা। এতে তীব্র দুর্গন্ধ ও কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছিল মাঠের ফসল। দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, কারখানা দুটির অবস্থান পাশাপাশি। এদের মধ্যে একটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে। খোলা পরিবেশে অত্যন্ত অরক্ষিত অবস্থায় প্রতিষ্ঠান দুটি টায়ার পুরিয়ে একধরনের তেল তৈরি করে। টায়ার পোড়ানোর ফলে আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এ ছাড়া টায়ারের ছাই আশপাশের গাছ ও ফসলের ক্ষতি করছে।
এসিল্যান্ড আলী হাসান আরও বলেন, প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ছাড়পত্র না থাকায় আকন্দ ট্রেডার্সের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
৫ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
৫ ঘণ্টা আগেজয়পুরহাটের কালাই উপজেলার এলজিইডির সড়ক প্রশস্তকরণ ও দৃঢ়ীকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এ প্রকল্পের কাজে নিম্নমানের উপকরণ, সঠিকভাবে সেতু (সাঁকো) নির্মাণ না করা, এমনকি তিন ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে রাস্তার সাইড ফিলিং করার অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে৫০০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের র্যাটহোল (পরিত্যক্ত সুড়ঙ্গ)। কখনো হামাগুড়ি, কখনো নুয়ে হেঁটে র্যাটহোলে ঢুকে গাঁইতি, শাবল, বেলচা দিয়ে টুকরো টুকরো কয়লা তুলে বস্তায় ভরে নিয়ে আসেন শ্রমিকেরা। ঝুঁকি নিয়ে এভাবে কয়লা সংগ্রহের সময় ঘটে দুর্ঘটনা। সীমান্তের ওপার থেকে কয়লা আনতে গিয়ে সরকারি হিসাবেই...
৫ ঘণ্টা আগে