Ajker Patrika

সুন্দরবনের কাছে অবৈধ করাতকল ভেঙে দিল বন বিভাগ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২০: ৪৬
সুন্দরবনের কাছে অবৈধ করাতকল ভেঙে দিল বন বিভাগ

সুন্দরবনের কাছে বাগেরহাটের শরণখোলায় অবৈধ করাতকল চালুর কয়েক ঘণ্টার মধ্যে ভেঙে দিল বন বিভাগ। আজ মঙ্গলবার বন বিভাগের কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে করাতকলটি ভেঙে মালামাল জব্দ করেন। 

বন বিভাগ জানায়, সুন্দরবনের সংরক্ষিত বনের ১০ কিলোমিটারের মধ্যে কোনো ধরনের করাতকল স্থাপন আইনগত নিষিদ্ধ। আইন অমান্য করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস থেকে মাত্র তিন কিলোমিটার ভোলা টহল ফাঁড়ি অফিস থেকে দুই কিলোমিটার দূরে বকুলতলা গ্রামে হুমায়ুন ও মিঠু নামের দুই ব্যক্তি করাতকলটি স্থাপন করেন। খবর পেয়ে বন বিভাগ ও সিপিজির সদস্যরা স্থানীয় থানা-পুলিশের সহায়তায় অবৈধ করাতকলে অভিযান পরিচালনা করে তা ভেঙে দেন। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফরেস্ট রেঞ্জের সুফল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘সুন্দরবন থেকে তিন কিলোমিটারের মধ্যে লোকালয়ে করাতকল স্থাপনের খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালানো হয়। করাতকলটি ভেঙে মালামাল জব্দ করে রেঞ্জ অফিসে নেওয়া হয়েছে। করাতকলের মালিকদের বিরুদ্ধে বিধিগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া বনসংলগ্ন এলাকার ১০ কিলোমিটারের মধ্যে যেসব অবৈধ করাতকল রয়েছে, সেগুলোও ভেঙে দেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত