Ajker Patrika

 ৮ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

 ৮ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে জব্দ করা ৮ কোটি ১০ লাখ ৫ হাজার ৯৫২ টাকার মাদক ধ্বংস করেছে মহেশপুর ৫৮-বিজিবি ব্যাটালিয়ন। 
 
আজ বুধবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেনের নেতৃত্বে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। পরে চালানো হয় মাদক বিরোধী প্রচার। 
 
বিজিবি জানায়, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৩ মার্চ চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে ১৪ হাজার ৯০৬ বোতল ফেনসিডিল, ৩৪ হাজার ৮৮৯ বোতল ভারতীয় মদ, ১০১ দশমিক ৩০০ লিটার বাংলা মদ, ১৫৪ দশমিক ৮৪৮ কেজি গাঁজা, ৬৯ হাজার ৯১৫টি ইয়াবা, ৫১৪ গ্রাম হেরোইন ও বিভিন্ন প্রকার ৩৩৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়। 
 
বিজিবি আরও জানায়, কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেনের নেতৃত্বে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। 
 
এ সময় উপস্থিত ছিলেন ৫৮-বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকুনুজ্জামান, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত