Ajker Patrika

চুয়াডাঙ্গায় বরজ থেকে নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি­
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৫: ৪১
Thumbnail image
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় বরজ থেকে অজ্ঞাত এক নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার হাজরাহাটি-বোয়ালমারি মাঠে এই ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান। তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকালে হাজরাহাটি-বোয়ালমারি মাঠে বরজে কাজ করতে আসেন শ্রমিকেরা। এ সময় বরজের পাশে নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ কল দেন তাঁরা। পরে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পরপরই চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানসহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিভিন্ন সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, প্রাথমিকভাবে মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। পুলিশ তদন্তকাজ শুরু করেছে। অতিদ্রুতই প্রকৃত ঘটনার রহস্য উন্মোচন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত