চৌগাছা (যশোর) প্রতিনিধি
মানত শোধ করতে যাওয়ার পথে স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে রোজিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে রাস্তার গতিরোধকে এ দুর্ঘটনা ঘটে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রোজিনার স্বামী শরিফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, তাঁদের পাঁচ ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের স্ত্রীর সন্তানাদি হয় না। এ জন্য তাঁরা ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারের গাজীকালু-চম্পাবতীর মাজারে মানত করেন যে, সন্তান হলে সেখানকার মুসল্লিদের খাওয়াবেন। সেই মানত শোধের জন্য পাঁচ ভাই ও তাঁদের স্ত্রী পরিজনসহ আজ চৌগাছা-মহেশপুর সড়ক দিয়ে বারোবাজার যাচ্ছিলেন।
শরিফুল জানান, পরিবারের সবাইকে একটি মাইক্রোবাসে তুলে দিয়ে তিনি ও তাঁর আরেক ভাই দুটি মোটরসাইকেলে করে রওনা হন। শরিফুলের মোটরসাইকেলে ছিলেন তাঁর স্ত্রী রোজিনা এবং পাঁচ বছর বয়সী ছেলে। চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে পৌঁছালে অসাবধানতাবশত রাস্তার গতিরোধকের কারণে ঝাঁকি খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান রোজিনা। মাথায় আঘাত পান তিনি। দ্রুত তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রোজিনার মৃত্যু হয়।
এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ৮টায় শরিফুল ইসলামসহ স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে দাফনের লিখিত আবেদন নিয়ে যশোর কোতোয়ালি থানায় অবস্থান করছিলেন।
মানত শোধ করতে যাওয়ার পথে স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে রোজিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে রাস্তার গতিরোধকে এ দুর্ঘটনা ঘটে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রোজিনার স্বামী শরিফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, তাঁদের পাঁচ ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের স্ত্রীর সন্তানাদি হয় না। এ জন্য তাঁরা ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারের গাজীকালু-চম্পাবতীর মাজারে মানত করেন যে, সন্তান হলে সেখানকার মুসল্লিদের খাওয়াবেন। সেই মানত শোধের জন্য পাঁচ ভাই ও তাঁদের স্ত্রী পরিজনসহ আজ চৌগাছা-মহেশপুর সড়ক দিয়ে বারোবাজার যাচ্ছিলেন।
শরিফুল জানান, পরিবারের সবাইকে একটি মাইক্রোবাসে তুলে দিয়ে তিনি ও তাঁর আরেক ভাই দুটি মোটরসাইকেলে করে রওনা হন। শরিফুলের মোটরসাইকেলে ছিলেন তাঁর স্ত্রী রোজিনা এবং পাঁচ বছর বয়সী ছেলে। চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে পৌঁছালে অসাবধানতাবশত রাস্তার গতিরোধকের কারণে ঝাঁকি খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান রোজিনা। মাথায় আঘাত পান তিনি। দ্রুত তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রোজিনার মৃত্যু হয়।
এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ৮টায় শরিফুল ইসলামসহ স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে দাফনের লিখিত আবেদন নিয়ে যশোর কোতোয়ালি থানায় অবস্থান করছিলেন।
মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্যবোঝাই কার্গো জাহাজটি ১৬ দিন পর আরাকান আর্মির (এএ) কাছ থেকে ছাড়া পেয়েছে। আজ শনিবার দুপুরে জাহাজটি কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
১০ মিনিট আগেকুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১ জানুয়ারি) রাতে কুড়িগ্রাম পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের তাঁর নিজ বাসভবন থেকে আটক করা হয়।
২৫ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসা প্রশাসনের ছাত্র অর্ণব কুমার হত্যা মামলার সন্দেহভাজন আসামি সাইফুল গাজীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩১ ফেব্রুয়ারি) রাত ১০টা ১০ মিনিটের দিকে নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪১ মিনিট আগেচট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া বিভিন্ন মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ যুবলীগ ও শ্রমিক লীগের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
৪১ মিনিট আগে