Ajker Patrika

নড়াইলে বজ্রপাতে নিহত ৩

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৫: ৪৯
Thumbnail image

নড়াইলে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার ভোরে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর গ্রামের বিলে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার কাশিডাঙ্গা গ্রামের মিল্টন মন্ডল (৪৫), একই গ্রামের নন্দ ঢালী (৫৫) এবং যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের রতন মন্ডল (৫৫)। আহত ব্যক্তির নাম পাটকেলঘাটা উপজেলার কাশিডাঙ্গা গ্রামের চিত্ত মন্ডল (৩০)।

বজ্রপাতে হতাহতরা মাঠে শূকর চরাতেন। তাঁরা রাতে মাঠের খোলা আকাশে তাঁবু টানিয়ে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২০-২৫ দিন আগে বাড়ি থেকে শূকর চরাতে বের হয়েছিলেন তাঁরা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে তাঁরা নড়াইলের রামনগরচর বিলে এসেছিলেন। সোমবার ভোররাত ৩টার পর বৃষ্টির সময় বজ্রপাত হলে তাঁবুর নিচে থাকা চার ব্যক্তির মধ্যে মিল্টন, নন্দ ও রতন ঘটনাস্থলে মারা যান। এ সময় চিত্ত গুরুতর আহত হন। সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় নিহতদের দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি বলেন, দুপুরে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত