যশোর প্রতিনিধি
যশোর সদরে দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে মেহেদি হাসান (২৪) নামের এক মাংস বিক্রেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার রুপদিয়া বাজারে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় মাংস ব্যবসায়ীকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত মেহেদি কচুয়া গ্রামের রাজ্জাক শরিফের ছেলে।
এ ঘটনায় আজ বুধবার দুপুরে আহতের মা খালেদা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনকে আসামি করে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেছেন। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে মামলা রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত অভিযোগে বলা হয়, সদর উপজেলার রুপদিয়া বাজারে দীর্ঘদিন মাংসের ব্যবসা করে আসছিলেন মেহেদি হাসান। দুই মাস আগে মেহেদির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ। ব্যবসা চালিয়ে যাওয়ার স্বার্থে ইউপি চেয়ারম্যানকে ৩ লাখ ২০ হাজার টাকা দেন মেহেদি। বাকি টাকা দেওয়ার জন্য ১০ এপ্রিল চেয়ারম্যানের পক্ষ থেকে তাঁকে চাপ দেওয়া হয়।
আরও টাকা দিতে অপারগতা জানালে গতকালর রাতে চেয়ারম্যান রাজুর নেতৃত্বে ১৫-১৬ জন মেহেদির মাংসের দোকানে এসে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ধারালো দা দিয়ে মেহেদির শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
এ ছাড়া কয়েকজন রড দিয়ে এলোপাতাড়ি মারধর এবং মেহেদির কাছে থাকা ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে পালিয়ে যায়। পরে চিৎকার করলে অন্য দোকানিরা মেহেদিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান।
চাঁদার বিষয়ে স্থানীয় ফাঁড়িকে অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ মেহেদির। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রাজুর নম্বরে কয়েক দফা ফোন করলেও বন্ধ পাওয়া যায়।
যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনেছি। ভুক্তভোগীর স্বজনেরা অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
যশোর সদরে দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে মেহেদি হাসান (২৪) নামের এক মাংস বিক্রেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার রুপদিয়া বাজারে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় মাংস ব্যবসায়ীকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত মেহেদি কচুয়া গ্রামের রাজ্জাক শরিফের ছেলে।
এ ঘটনায় আজ বুধবার দুপুরে আহতের মা খালেদা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনকে আসামি করে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেছেন। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে মামলা রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত অভিযোগে বলা হয়, সদর উপজেলার রুপদিয়া বাজারে দীর্ঘদিন মাংসের ব্যবসা করে আসছিলেন মেহেদি হাসান। দুই মাস আগে মেহেদির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ। ব্যবসা চালিয়ে যাওয়ার স্বার্থে ইউপি চেয়ারম্যানকে ৩ লাখ ২০ হাজার টাকা দেন মেহেদি। বাকি টাকা দেওয়ার জন্য ১০ এপ্রিল চেয়ারম্যানের পক্ষ থেকে তাঁকে চাপ দেওয়া হয়।
আরও টাকা দিতে অপারগতা জানালে গতকালর রাতে চেয়ারম্যান রাজুর নেতৃত্বে ১৫-১৬ জন মেহেদির মাংসের দোকানে এসে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ধারালো দা দিয়ে মেহেদির শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
এ ছাড়া কয়েকজন রড দিয়ে এলোপাতাড়ি মারধর এবং মেহেদির কাছে থাকা ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে পালিয়ে যায়। পরে চিৎকার করলে অন্য দোকানিরা মেহেদিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান।
চাঁদার বিষয়ে স্থানীয় ফাঁড়িকে অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ মেহেদির। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রাজুর নম্বরে কয়েক দফা ফোন করলেও বন্ধ পাওয়া যায়।
যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনেছি। ভুক্তভোগীর স্বজনেরা অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে ২২টি মামলার আসামি মামুন সম্রাটকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম।
১০ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম সমাবর্তন। উৎসবের রঙে সেজেছে পুরো ক্যাম্পাস। গায়ে কালো গাউন, মাথায় টুপি, চোখে স্বপ্ন। যেন ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় লেখা হচ্ছে।
১৫ মিনিট আগেঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে পণ্যবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে বাবলুর রহমান (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) ভোর ৪টার দিকে শিবচর উপজেলার মোল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেসাভারের আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল শিশু দুটি। আজ বুধবার সকাল ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে আশুলিয়া থানা-পুলিশ।
৩১ মিনিট আগে