Ajker Patrika

‘অর্ডার দিলাম শাড়ি, পেলাম লুঙ্গি’

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৪: ১৯
‘অর্ডার দিলাম শাড়ি, পেলাম লুঙ্গি’

অনলাইন শপিং অ্যাপ দারাজের একটা শাড়ির বিজ্ঞাপন দেখে সেটি অর্ডার করেছেন, কিন্তু পেয়েছেন লুঙ্গি। এমন ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার জীবননগরের জিহাদের সঙ্গে। 

চুয়াডাঙ্গার জীবননগরের তাজ ক্যাফের ম্যানেজার জিহাদ আমিন শাওন গত শনিবার (২ অক্টোবর) দারাজে একটি শাড়ি অর্ডার দেন। গতকাল মঙ্গলবার দারাজ থেকে তাঁকে পণ্য সরবরাহ করা হয়। সেটির প্যাকেট খুলে তিনি ভেতরে একটি লুঙ্গি পান। 

জিহাদ আমিন শাওন আজকের পত্রিকাকে জানান, ‘দারাজের একটা শাড়ির বিজ্ঞাপন দেখে আমি শাড়িটি অর্ডার দিই। বিজ্ঞাপনে বলা হয়, মহিলাদের জন্য ঐতিহ্যবাহী শ্যাট খান শাড়ি। মূল্য ২ হাজার ৫০০ টাকা থাকলেও ছাড়ে সেটি ৪০০ টাকা হয়। আমি ২ অক্টোবর মূল্য পরিশোধ করে শাড়ির অর্ডার দিই। পণ্যের কোড নং ছিল ৬১৯৩৩৯৮৯১৯১৬৫০৯। গতকাল মঙ্গলবার দারাজ থেকে আমাকে শাড়ি সরবরাহ করা হয়। প্যাকেট খুলে দেখি ভেতরে লুঙ্গি। পণ্যের অর্ডার কোড ও সরবরাহ কোড মিলিয়ে দেখি একই আছে। অর্ডার দিলাম শাড়ি, পেলাম লুঙ্গি।’ 

অনলাইন ব্যবসার নামে প্রতারণা বন্ধের জন্য দাবি জানিয়ে বলেন, ‘আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি এ ধরনের প্রতারণা বন্ধের।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত