Ajker Patrika

গড়াই নদে নিখোঁজের ২৪ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার 

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২৪, ১৭: ০৪
গড়াই নদে নিখোঁজের ২৪ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার 

কুষ্টিয়ার খোকসায় সহপাঠীদের সঙ্গে বেড়াতে গিয়ে গড়াই নদে ডুবে নিখোঁজ স্কুলছাত্র আমান হাসানের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৪ ঘণ্টা পর আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে কমলাপুর সাহাপাড়া এলাকায় লাশ ভেসে উঠলে স্থানীয়রা ডুবুরি দলকে খবর দেয়। পরে উদ্ধার অভিযানে থাকা ডুবুরি দল লাশটি উদ্ধার করে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ আজকের পত্রিকাকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সকাল ১০টার দিকে পা পিছলে পানিতে ডুবে নিখোঁজ হয় আমান। আমান উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর এলাকার শামীম হাসানের ছেলে। সে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নিহত আমানের চাচা সাবুব আলম চঞ্চল জানান, বেলা ১১টার দিকে লাশ ভেসে উঠলে ডুবুরি দল উদ্ধার করে। উদ্ধারের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেলা ৩টায় স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এদিকে ছেলের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েছেন মা-বাবা। আমানের এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে।

গড়াই নদ থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকাপরিবার সূত্রে জানা গেছে, স্কুল থেকে আমান হাসানসহ আট সহপাঠী গড়াই নদের জানিপুর ঘাটসংলগ্ন একটি কফি হাউসে আসে। সেখান থেকে তারা গড়াই নদের চরে যায়। এ সময় আমান ব্লকের ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায় সে।

এক বন্ধু হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। নদে স্রোত বেশি থাকায় সাঁতার না জানায় আমান পানিতে তলিয়ে যায়। বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও আমান হাসানের সন্ধান পায়নি। প্রাথমিকভাবে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা সন্ধান করতে থাকেন। পরে দুপুরে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেই।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। আজ মঙ্গলবার সকাল থেকে আবারও তারা উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে লাশটি উদ্ধার হয়। লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত