Ajker Patrika

যশোরে ৫ দফা দাবিতে পৌরসভা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

যশোর প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৪
যশোরে ৫ দফা দাবিতে পৌরসভা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়ন। আজ রোববার দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের লালদীঘির পাড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে যশোর প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ইউনিয়নের নেতৃবৃন্দ। 

ইউনিয়নের সভাপতি মতিলাল হরিজন বলেন, ‘বছরের পর বছর ধরে আমরা যশোর পৌরসভার বাসাবাড়ি ও গৃহস্থালির বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে আসছি। কিন্তু সম্প্রতি যশোর পৌর কর্তৃপক্ষ আমাদের বাদ দিয়ে এ কাজ এনজিওদের কাছে ঠিকাদারি দিয়েছে। একই সঙ্গে আমাদের শ্রমিকদের গণহারে ছাঁটাই করছে।’ 

সভাপতি মতিলাল হরিজন আরও বলেন, ‘পরিচ্ছন্নতার কাজে অহরিজনদের নিয়োগ বাতিল ও হরিজনদের পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে মৃত শ্রমিকদের পরিবারকে ৩০ হাজার এবং শ্রমিকদের পরিবারের সদস্যদের মৃত্যুতে ১০ হাজার টাকা যে চুক্তি সম্পাদিত রয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে বাস্তবায়ন করতে হবে শ্রমিক আইন। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।’ 

সমাবেশে উপস্থিত ছিলেন যশোর ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি আশুতোষ বিশ্বাস, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরন লাল সরকার, সহসভাপতি মন্টু বিশ্বাস, কমল বিশ্বাস, সাধন বিশ্বাস, দেবলিয়া হরিজনসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত