Ajker Patrika

বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন: সরকারের উদ্দেশে নুর

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২১: ৩৫
Thumbnail image

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘প্রশাসনে আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। সরকার তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। তাই সরকারকে বলতে চাই, রাষ্ট্র চালাতে না পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরামর্শ নিন, বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন।’ 

আজ শনিবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা গণঅধিকার পরিষদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নুরুল হক নুর বলেন, ‘গত আড়াই মাসে অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন করতে পারেনি। বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট হচ্ছে।’ 

তিনি বলেন, ‘একাত্তরে রক্ত দিয়েছি, নব্বইয়ে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা আর রক্ত দিতে চাই না, জীবন দিতে চাই না। আমাদের মনের মতো বাংলাদেশ আমরা আগামীতে গড়তে চাই, মনের মতো রাষ্ট্র সাজাতে চাই।’ 

গণঅধিকারের সভাপতি আরও বলেন, ‘এই সরকারকে ক্ষমতায় রেখে আমরা ঘুণে ধরা ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা মেরামত করাতে চাই। নির্বাচন নিয়ে আমাদের কোনো অস্থিরতা নাই। নির্বাচন নিয়ে কোনো তাড়া নাই। শেখ হাসিনার ১৫ বছরের জালিম শাহী সরকারকে আমরা সহ্য করেছি। এ সরকার যদি দুই–এক বছর ক্ষমতায় থাকে তা–ও আমরা সহ্য করতে পারব। তবে সরকারকে জনগণের পালস্ বুঝতে হবে। জনগণের ভাষা বুঝতে হবে।’ 

প্রভাষক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, প্রিন্সিপাল আখতারুজ্জামান, শরিফুল ইসলাম, আশিক ইকবাল, রাকিবুল হাসান, তোফাজ্জেল হোসেন, আব্দুর রহমান, আনিসুর রহমান, সোহেল রানা, বাবু খান, জাহাঙ্গীর হোসেন, আশিকুর রহমান, নেওয়াজ খান বাপ্পি, নাজমুল হাসান, মুক্তারুজ্জামান দেলু, বরকত আলী, অ্যাডভোকেট আব্দুল খালেক প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত