ঝিনাইদহ প্রতিনিধি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিজয়ের মাসে বিএনপি বিশৃঙ্খলা করতে চায়, সন্ত্রাসী কার্যকলাপের পাঁয়তারা করছে। বাঁশের লাঠিতে জাতীয় পতাকা, এটা আমরা হতে দেব না। খেলা হবে, সেই খেলায় তারা (বিএনপি) পরাজিত হবে। আন্দোলনে পরাজিত হলে ভোটেও পরাজিত হবে।’
আজ রোববার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী সংসদ সদস্য আব্দুল হাইকে সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন।
তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান। আদালতের নির্দেশে ওটা এখন মিউজিয়ামে মন্তব্য করে মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক জিয়া নেতা হবেন। হারিয়ে যাওয়া হওয়া ভবন আবার ফিরে পেতে চায়। বিএনপি আন্দোলন নিয়ে দিবা স্বপ্ন দেখছেন। যা কখনো বাস্তবায়ন হবে না।
মন্ত্রী আরও বলেন, ‘নেতাদের একরকম দেখা যায়, বিল বোর্ডে আরেক রকম হয়ে যায়। এ সম্মেলনে এসে যে বিলবোর্ড দেখলাম; এত বিলবোর্ড আর কখনো দেখিনি। নেত্রী বলেছেন খরচ কমাতে, এখানে এসে দেখলাম বিলবোর্ড আর বিলবোর্ড। স্থানীয় নেতাদের উদ্দেশ্যে বলছি, খরচ কমান মানুষের কল্যাণে কাজ করেন। মানুষের পাশে দাঁড়ান।’
বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ সম্মেলনের উদ্বোধন করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাইয়ের সভাপতিত্বে এতে বক্তৃতা দেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
দীর্ঘ ৭ বছর পর রোববার জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। সর্বশেষ ২০১৫ সালের ২৫ মার্চ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রতীক্ষিত এ সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিজয়ের মাসে বিএনপি বিশৃঙ্খলা করতে চায়, সন্ত্রাসী কার্যকলাপের পাঁয়তারা করছে। বাঁশের লাঠিতে জাতীয় পতাকা, এটা আমরা হতে দেব না। খেলা হবে, সেই খেলায় তারা (বিএনপি) পরাজিত হবে। আন্দোলনে পরাজিত হলে ভোটেও পরাজিত হবে।’
আজ রোববার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী সংসদ সদস্য আব্দুল হাইকে সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন।
তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান। আদালতের নির্দেশে ওটা এখন মিউজিয়ামে মন্তব্য করে মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক জিয়া নেতা হবেন। হারিয়ে যাওয়া হওয়া ভবন আবার ফিরে পেতে চায়। বিএনপি আন্দোলন নিয়ে দিবা স্বপ্ন দেখছেন। যা কখনো বাস্তবায়ন হবে না।
মন্ত্রী আরও বলেন, ‘নেতাদের একরকম দেখা যায়, বিল বোর্ডে আরেক রকম হয়ে যায়। এ সম্মেলনে এসে যে বিলবোর্ড দেখলাম; এত বিলবোর্ড আর কখনো দেখিনি। নেত্রী বলেছেন খরচ কমাতে, এখানে এসে দেখলাম বিলবোর্ড আর বিলবোর্ড। স্থানীয় নেতাদের উদ্দেশ্যে বলছি, খরচ কমান মানুষের কল্যাণে কাজ করেন। মানুষের পাশে দাঁড়ান।’
বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ সম্মেলনের উদ্বোধন করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাইয়ের সভাপতিত্বে এতে বক্তৃতা দেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
দীর্ঘ ৭ বছর পর রোববার জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। সর্বশেষ ২০১৫ সালের ২৫ মার্চ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রতীক্ষিত এ সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৪ মিনিট আগেখাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের অঙ্গসংগঠন ‘গণতান্ত্রিক যুব ফোরাম’–এর সদস্য খুকু চাকমা (৩৪) নিহত হয়েছেন। খুকু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন। তিনি কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।
১৬ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের পোশাক পরে এক ব্যবসায়ীর সোনা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে ডেমরা সড়কের মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। এ ঘটনায় আজ রোববার দুপুরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী।
১ ঘণ্টা আগেমেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. টিপু সুলতান অবসরে গেলেন। আজ রোববার (২৭ জুলাই) ছিল তাঁর শেষ কর্মদিবস। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কলঙ্ক নিয়েই বিদায় নিলেন তিনি। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন সদস্য
১ ঘণ্টা আগে