Ajker Patrika

দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ২

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৫: ৪৫
Thumbnail image

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুরে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে একটি মিনি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন শাহাদত হোসেন (৪৫) ও তার সহকারী ফারুক হোসেন (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ওপরে একটি সিমেন্টবোঝাই পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা থেকে আসা একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের দিকের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মিনি ট্রাকের চালক ও সহকারী। 

নিহত চালক শাহাদত হোসেন পাবনা জেলার শালদানাচর গ্রামের মৃত হাশেম ব্যাপারীর ছেলে ও সহকারী ফারুক হোসেন একই জেলার নাগদেমরা গ্রামের মোজহার মোল্লার ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা জানান, সড়কের পাশে ফুটপাতে বিকল হওয়া পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। চালক ঘুমিয়ে থাকায় তাঁর সহকারী ফারুক হোসেন ট্রাক চালাতে থাকেন। তিনিও ঘুমের ঘোরে থাকায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হন মিনি ট্রাকের চালক ও সহকারী। নিহতদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত