Ajker Patrika

ভাইয়ের সঙ্গে সাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশুর 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ভাইয়ের সঙ্গে সাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশুর 

ঝিনাইদহের কোটচাঁদপুরে বড় ভাইয়ের (৯) সঙ্গে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় এক শিশু (৩) নিহত হয়েছে। তার নাম সাইমন হোসেন। আজ শুক্রবার বিকেলে কোটচাঁদপুরের সাবদারপুরে এ দুর্ঘটনা ঘটে। 

সাইমন কোটচাঁদপুর উপজেলার শাহপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে। 

স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বড় ভাই সুরুজ আলীর সঙ্গে কোটচাঁদপুরের সোয়াদি গ্রামে নানির বাড়িতে বেড়াতে যায় সাইমন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নানির বাড়ি থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিল ওই দুই ভাই। পথিমধ্যে কোটচাঁদপুরের সাবদারপুর মোড়ে আসার পর পেছন দিক থেকে একটি ট্র্যাক্টর সজোরে ধাক্কা দেয় তাদের। 

এ সময় আহত হয় সাইমন। ঘটনার পর পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে বড় ভাই সুরুজ আলী। স্থানীয়রা তার কান্না শুনে ঘটনাস্থলে ছুটে এসে সাইমনকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে সাইমনকে দেখে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। এদিকে সাইমনকে ধাক্কা দেওয়া ট্রাক্টরটি আটক করতে পারেনি এলাকাবাসী। 

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিরিন সুলতানা বলেন, দুর্ঘটনায় শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে। এরপর স্বজনেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বর্তমানে তার মৃতদেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে আছে। 

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) গৌরাঙ্গ বলেন, ‘ঘটনাটি আমাদের জানা নাই। এ ছাড়া ওই বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগও করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত