Ajker Patrika

চট্টগ্রামে অটোরিকশায় পেট্রলবোমা হামলা, ২ যাত্রী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক ,চট্টগ্রাম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৬: ২৫
চট্টগ্রাম নগরীতে আজ রোববার সিএনজিচালিত অটোরিকশায় পেট্রল বোমা হামলায় দগ্ধ এক যাত্রী। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রাম নগরীতে আজ রোববার সিএনজিচালিত অটোরিকশায় পেট্রল বোমা হামলায় দগ্ধ এক যাত্রী। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তাঁরা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

হামলার কবল পড়া সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ জামিল জানান, তাঁরা রাউজান পৌরসভা থেকে কুতুবদিয়ায় মালেক শাহের মাজারে যাচ্ছিলেন। অটোরিকশায় তিন নারী, দুই পুরুষ ও দুই-আড়াই বছর বয়সী এক শিশু যাত্রী ছিল। ফজরের আজানের পরপর গাড়ি আতুরার ডিপো পেট্রলপাম্পের সামনে পৌঁছালে মুখোশ পরা দুর্বৃত্তরা পেট্রলবোমার মতো দুটি বোতল ছুড়ে মারে। একটি অটোরিকশার পেছনে পড়লে আগুন ধরে যায় এবং দুজন নারী যাত্রীর গায়ে আগুন লাগে। চালক দ্রুত গাড়ির আগুন বোতলের পানি দিয়ে নিভিয়ে ফেলেন।

মোহাম্মদ জামিল আরও জানান, হামলাকারীরা সংখ্যায় তিনজন ছিল এবং তারা মোটরসাইকেলে এসে এ ঘটনা ঘটায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, ভোর ৫টার দিকে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা জানিয়েছেন, ওই দুই নারী দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত