Ajker Patrika

সুন্দরবনে বাঘের থাবায় আহত কৃষক ৩ দিন পর ভর্তি হলেন হাসপাতালে

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ২১
সুন্দরবনে বাঘের থাবায় আহত কৃষক ৩ দিন পর ভর্তি হলেন হাসপাতালে

ভোলা নদী পার হয়ে সুন্দরবনে ঢুকে পড়ে একটি গরু। সেই গরু আনতে গিয়ে বাঘের কবলে পড়েন কৃষক মো. ফজলু গাজী (৬৫)। পেছন থেকে তাঁর ডান পায়ে থাবা দেয় একটি বাঘ। ঘটনাটি গত মঙ্গলবার বিকেলে। তবে ঘটনাটি জানে না বন বিভাগের কেউ। 

আহত কৃষক ফজলু গাজীর বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে। 

অবৈধভাবে বনে প্রবেশ করায় বাঘের আক্রমণের কথা গোপন রেখে বাড়িতে থেকে চিকিৎসা নেন ওই কৃষক। কিন্তু সঠিক চিকিৎসা না হওয়ায় এরই মধ্যে পচন ধরে পায়ে। এমন পরিস্থিতিতে ঘটনার তিন দিন পর গত শুক্রবার সকালে তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনেরা। এরপরই বাঘের আক্রমণের কথা জানাজানি হয়। 

বাগেরহাট জেলা হাসপাতালের পরিচালক ডা. অসীম কুমার সমাদ্দার আজকের পত্রিকাকে বলেন, ‘বাঘের কামড়ে আহত ফজলু গাজীর ডান পায়ে গতকাল দুপুরে অপারেশন (অস্ত্রোপচার) করা হয়েছে। ক্ষত স্থানে কিছুটা পচন ধরেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

আহত কৃষকের স্বজনেরা জানান, বনের পাশেই তাঁর বাড়ি। আর লোকালয়কে বিভক্ত করে রাখা ভোলা নদীটি শুঁকিয়ে মরা নদীতে পরিণত হয়েছে। সেই মরা নদী পার হয়ে মানুষ, গরু ও মহিষ বনে প্রবেশ করে অহরহ। ফজুল গাজীর গরুটিও ভোলা নদী পার হয়ে ঘাস খেতে বনে চলে যায়। সেই গরু আনতে বনে যান তিনি। 

তাঁরা আরও বলেন, ‘গরু নিয়ে ফেরার সময় নদীর কাছাকাছি এলে পেছন থেকে বাঘ তার ডান পায়ের হাঁটুর নিচে থাবা বসায়। এ সময় তিনি চিৎকার করলে নদীর পাড়ে লোকালয়ে থাকা লোকজন ছুটে গিয়ে তাড়া করলে বাঘটি তাঁকে ছেড়ে বনে চলে যায়। অবৈধভাবে বনে প্রবেশ করায় ঘটনাটি কাউকে না বলে গোপন রাখায় আজ তার এই দুর্ভোগ।’ 

শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য জাকির হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, বনে গরু আনতে গিয়ে গ্রামের (উত্তর রাজাপুর) ফজলু গাজীকে বাঘে আক্রমণের ঘটনাটি তিনি জানতেন। কিন্তু পরিবারের লোকজন নিষেধ করায় কাউকে বলেননি বলে জানান তিনি। 

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বাঘের কামড়ে কেউ আহত হওয়ার খবর আমার জানা নেই। অবৈধভাবে বনে প্রবেশ করে কেউ আহত হলে সে ব্যাপারে বন বিভাগের কিছুই করার থাকে না। বিষয়টি খোঁজ নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত