Ajker Patrika

শৈলকুপায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

প্রতিনিধি
শৈলকুপায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

ঝিনাইদহ (শৈলকুপা): ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার ১৭ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের অধিকাংশ বাস যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে একটি অপরটির ভেতরে ঢুকে যায়।

খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান। এ ছাড়া উদ্ধার অভিযানে অংশ নেয় শৈলকুপা থানা-পুলিশের সদস্য ও স্থানীয় জনতা। এ সময় পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে জনতা।

শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আক্কাস আলী জানান, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভার মনোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় ভেতরে আটকা পড়ে। মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে।

মহাসড়কে মুখোমুখি এমন দুর্ঘটনায় খুলনার সঙ্গে কুষ্টিয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। ২ ঘণ্টারও বেশি সময় পরে সাড়ে ৬টার দিকে খুলনার সঙ্গে কুষ্টিয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে তিনি আরও জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত