বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাবের প্রতিবাদে জরুরি সভা করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। বুধবার (৬ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শেখ শাহেদ আলী রবি, জেলা আইনজীবী সমিতির সদস্যসচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বাগেরহাট জেলা শাখার সভাপতি ডা. লুৎফুল কবির, সদস্যসচিব ডা. শামীম বেগ, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির জেলা শাখার চেয়ারম্যান গাজী মতিয়ার রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় বক্তারা নির্বাচন কমিশনের প্রস্তাবের তীব্র নিন্দা জানান এবং চারটি আসন বহাল রাখার দাবিতে জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে প্রস্তাব প্রত্যাহার না হলে রোববার থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন পেশাজীবীরা।
জেলা আইনজীবী সমিতির সদস্যসচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু বলেন, ‘বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাবের বিরুদ্ধে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করব। আগামীকাল জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেব। এর পরও যদি কমিশন প্রস্তাব থেকে না সরে, তাহলে রোববার থেকে লাগাতার আন্দোলনে নামব।’
উল্লেখ্য, ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই জেলাজুড়ে শুরু হয় প্রতিবাদ। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ একের পর এক কর্মসূচি পালন করে আসছে।
বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাবের প্রতিবাদে জরুরি সভা করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। বুধবার (৬ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শেখ শাহেদ আলী রবি, জেলা আইনজীবী সমিতির সদস্যসচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বাগেরহাট জেলা শাখার সভাপতি ডা. লুৎফুল কবির, সদস্যসচিব ডা. শামীম বেগ, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির জেলা শাখার চেয়ারম্যান গাজী মতিয়ার রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় বক্তারা নির্বাচন কমিশনের প্রস্তাবের তীব্র নিন্দা জানান এবং চারটি আসন বহাল রাখার দাবিতে জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে প্রস্তাব প্রত্যাহার না হলে রোববার থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন পেশাজীবীরা।
জেলা আইনজীবী সমিতির সদস্যসচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু বলেন, ‘বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাবের বিরুদ্ধে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করব। আগামীকাল জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেব। এর পরও যদি কমিশন প্রস্তাব থেকে না সরে, তাহলে রোববার থেকে লাগাতার আন্দোলনে নামব।’
উল্লেখ্য, ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই জেলাজুড়ে শুরু হয় প্রতিবাদ। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ একের পর এক কর্মসূচি পালন করে আসছে।
চট্টগ্রামের রাউজানে পাখি আকতার (৫৩) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া গ্রামে তাঁর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
৫ মিনিট আগেনারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা ও বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে নিজ বাসা থেকে আটক করা হয়। বুধবার (৬ আগস্ট) সকালে একটি বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
৬ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিলে অংশ নেওয়ার এক দিন পর গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। গ্রেপ্তার এস এম ইউসুফ (৬৫) কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
৮ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীতে সীমান্তবর্তী এলাকায় আড়াই হাজারের বেশি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত ভোররাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাষি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
১৫ মিনিট আগে