Ajker Patrika

যশোরে তরুণের ওপর বোমা হামলা ও কুপিয়ে জখম

­যশোর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোরের কৃষ্ণবাটি গ্রামে পূর্বশত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামের এক তরুণের ওপর বোমা হামলা ও তাঁকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ বলছে, রাতে কিছু দুর্বৃত্ত মোহাম্মদ আলীকে স্থানীয় জামিয়ানা মাদিয়ানা মাদ্রাসার সামনে ডেকে নিয়ে যায়। সেখানে ওত পেতে থাকা কয়েক যুবক প্রথমে বোমা নিক্ষেপ করে মোহাম্মদ আলীকে আহত করে। পরে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর পায়ের রগ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে।

বোমার আঘাতে মোহাম্মদ আলীর বাঁ হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত বলেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে মোহাম্মদ আলী বক্সের ওপর এই নৃশংস হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে চলছে কারফিউ, পরিবেশ থমথমে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত