Ajker Patrika

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, অ্যাম্বুলেন্স চালক নিহত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, অ্যাম্বুলেন্স চালক নিহত

বাগেরহাটের মোংলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় চালক হারেজ মিয়া (৩৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা রোগীর তিন স্বজন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অ্যাম্বুলেন্স চালক যশোর সদরের ভেকুটিয়া এলাকার খন্দকার আমির হোসেনের ছেলে। তবে হারেজ খুলনার বৈকালীতে বসবাস করতেন। অ্যাম্বুলেন্সটি খুলনা আদদ্বীন হসপিটালের।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. আরবেজ আলী জানান, খুলনা থেকে ছেড়ে আসা মোংলাগামী একটি অ্যাম্বুলেন্স আজ সকাল ৭টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে চালক মারা যান। সকাল ৮টার দিকে ওই চালকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করে।

আরবেজ আলী বলেন, ওই অ্যাম্বুলেন্সে থাকা রোগীর তিন স্বজন আহত হয়েছেন। এর মধ্যে শিশুও রয়েছে। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে আহতদের শারীরিক অবস্থা তেমন গুরুতর নয় বলেও জানান তিনি।

মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাদিউজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ পুলিশের হেফাজতে নিয়ে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত