Ajker Patrika

সুন্দরবনে পর্যটকদের জন্য তথ্যকেন্দ্র চালু

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
সুন্দরবনে পর্যটকদের জন্য তথ্যকেন্দ্র চালু

সুন্দরবন সম্পর্কে ধারণা পেতে ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। আজ শনিবার পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে এই তথ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

‘ইন্টারপ্রিটেশন ও ইনফরমেশন সেন্টার’ নামে তথ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। পরে তিনি করমজলের কুমির প্রজনন কেন্দ্রে কুমির প্রজনন বাড়াতে ছয়টি কুমির অবমুক্ত করেন। একই সময় করমজলের নলবুনিয়া খালের ওপর একটি ঝুলন্ত ব্রিজও উদ্বোধন করেন উপমন্ত্রী। 

এ সময় খুলনা বনাঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন, চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব, করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির প্রমুখ উপস্থিত ছিলেন। 

পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘ইন্টারপ্রিটেশন ও ইনফরমেশন সেন্টার’ নামে যে তথ্য কেন্দ্রটি চালু হলো, এটার খুব প্রয়োজন ছিল। প্রতিদিন এই বনে দেশি–বিদেশি বিভিন্ন ভ্রমণ পিপাসু পর্যটকেরা আসেন। কিন্তু বন সম্পর্কে তারা সঠিক ধারণা পান না। এই তথ্য কেন্দ্রে চালুর মাধ্যমে পর্যটকেরা সুন্দরবনকে উপভোগ, সুন্দরবন সম্পর্কে শিক্ষা এবং গবেষণা করতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত