Ajker Patrika

ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ০১
Thumbnail image

ঝিনাইদহে বিদ্যুতের তারে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত বৃদ্ধকে উদ্ধারে ছেলের বউ ও ভাবির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদরের সুরাপারা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন—ওই গ্রামের মোকছেদ মোল্লা ওরফে আংগারিয়া (৬০), তাঁর ছেলের বউ রেশমা খাতুন (৪৫) ও ভাইয়ের বউ হাসিনা বেগম (৬৫)। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেল ৫টার দিকে বৃষ্টি হচ্ছিল। এ সময় মোকছেদ মোল্লার বাড়িতে মেইন লাইন টানা বিদ্যুতের তারের ওপর পেঁপেগাছ ভেঙে পড়ে। ওই সময় বাড়ির পেছনে মোকছেদ মোল্লা তারের ওপর থেকে গাছ সরাতে যান। এরপর সারা রাত তাঁর পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করেও পাননি। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পান তাঁরা। তার থেকে মরদেহ সরাতে গেলে বিদ্যুতায়িত হন রেশমা খাতুন ও হাসিনা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেন। পরে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।  

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাপস কুমার বলেন, বিদ্যুতায়িত হয়ে হাসপাতালে আসার আগেই রেশমা ও হাসিনা মারা যান।  

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, বিদ্যুৎ বিভাগকে বলে বিদ্যুৎ বন্ধ নিশ্চিত করে তাঁদের (দুই নারী) উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত