Ajker Patrika

সাতক্ষীরায় উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু, চলছে ঢিলেঢালা লকডাউন

প্রতিনিধি, সাতক্ষীরা
সাতক্ষীরায় উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু, চলছে ঢিলেঢালা লকডাউন

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের সকলেই জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে, করোনায় প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বাড়লেও জেলাব্যাপী চলছে ঢিলেঢালা লকডাউন। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। বেশির ভাগেরই মুখে নেই মাস্ক। 

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬০ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৬ শতাংশ। জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৯৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট মারা গেছেন ৭৬ জন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৮৫ জন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হ‌ুমায়ূন কবির জানান, লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৭৪টি মামলায় ৩২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

এদিকে, চলমান কঠোর লকডাউনের ৭ম দিনেও চলছে ঢিলেঢালাভাবে। লকডাউন উপেক্ষা করে শহরের হাট-বাজারগুলোতে প্রচুর মানুষের ভিড় রয়েছে। সড়কগুলোতে অন্যান্যদিনের তুলনায় বেড়েছে মানুষের চলাচল। শুধু তাই নয়, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও সাধারণ মানুষের মাঝে দেখা গেছে অনীহা। মানুষ যেন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে লুকোচুরি খেলছেন। অনেকেরই মুখে নেই মাস্ক। তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে দেখলে সাময়িকভাবে দোকানপাট, মার্কেট, বিনোদনকেন্দ্রসহ সবকিছু বন্ধ রাখলেও পরবর্তীতে তা আবার খোলা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারলেন স্বামী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত