Ajker Patrika

২১ কিমি দৌড়ে ভাষাশহীদদের স্মরণ করলেন দুই ইবি শিক্ষার্থী

ইবি প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ১২
২১ কিমি দৌড়ে ভাষাশহীদদের স্মরণ করলেন দুই ইবি শিক্ষার্থী

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে ২১ কিলোমিটার পথ দৌড়ালেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। আজ বুধবার ভোর ৪টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবের ম্যুরালের সামনে থেকে দৌড় শুরু করেন মানিক রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

অন্যদিকে ভোর ৭টায় কুষ্টিয়া শহরের চৌড়হাস থেকে দৌড় শুরু করে সাড়ে ৯টায় ক্যাম্পাসের শহীদ মিনারে আসেন সাজ্জাতুল্লাহ শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।   

দৌড় সম্পন্নকারী শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ বলেন, ‘যখন ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস কড়া নেড়েছে তখন আমার মনে হলো, ভাষার মাসে মহান ভাষাশহীদদের প্রতি উৎসর্গ করে আমি একটি হাফ ম্যারাথন করব। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সে হিসেবে আমি ২১ কিলোমিটার দৌড়াব। আমি আজকের ম্যারাথন মহান ভাষাশহীদদের প্রতি উৎসর্গ করছি।’ 

এ বিষয়ে আরেকজন দৌড় সম্পন্নকারী শিক্ষার্থী মানিক রহমান বলেন, ‘বাতাসের প্রাণে//// শোকের মাতম। চাপা একটা যন্ত্রণার ব্যথা উপচে পড়ছে সবার হৃদয়ে। এই দিনে মাতৃভাষা এবং সাংস্কৃতিক পরম্পরা বিশেষ উল্লেখ ও গৌরবের সঙ্গে উদ্‌যাপিত হয়। ভাষাশহীদদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেই একুশে ফেব্রুয়ারিতে ভোর ৪টা থেকে  বিরতিহীনভাবে ২ ঘণ্টা ১০ মিনিট ২০ সেকেন্ডে  ২১ কিলোমিটার দৌড়ে চৌড়হাসে পৌঁছালাম। ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেই মাতৃভাষা দিবস উদ্‌যাপন করলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত