Ajker Patrika

দেবহাটায় ট্রাকের পেছনে নসিমনের ধাক্কা, নিহত ১ 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় ট্রাকের পেছনে নসিমনের ধাক্কা, নিহত ১ 

সাতক্ষীরার দেবহাটায় ধীরে চলা একটি ট্রাকের পেছনে নসিমনের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নসিমন চালক শিমুল গাজী (২৬) নিহত হয়েছেন। 

নিহত শিমুল গাজী সাতক্ষীরা সদরের ধলবাড়িয়া গ্রামের আব্দুল গফফারের ছেলে। দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার। তিনি বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে জেলার কালীগঞ্জগামী একটি ট্রাক দেবহাটার পারুলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় শেখ রাসেল দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শোভাযাত্রা যাওয়ার কারণে ট্রাকটি ধীরে চলছিল। এ কারণে পেছন দিক থেকে একটি নসিমন এসে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে নসিমন চালক শিমুল গুরুতর আহত হন। 

ওই ট্রাকের ড্রাইভার ও স্থানীয় লোকজন শিমুলকে উদ্ধার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয় ঘটনাস্থলে থাকা থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা সেলিম গাজী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত