Ajker Patrika

শ্যামনগরে এমপি দোলনের গাড়িতে হামলা, মৎস্যজীবী লীগ নেতা আহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১০: ৩৯
শ্যামনগরে এমপি দোলনের গাড়িতে হামলা, মৎস্যজীবী লীগ নেতা আহত

সাতক্ষীরার শ্যামনগরে সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের গাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ মারাত্মকভাবে আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার গোডাউন মোড় এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ বাবু নামের এক যুবককে আটক করেছে। উপজেলার নকিপুর গ্রামের সুজায়েত হোসেনের ছেলে আহত মারুফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটক বাবু (৩৩) কাপালী পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার হোগলা গ্রামের আব্দুল হান্নান কাপালীর ছেলে।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী এস এম নুরুজ্জামান টুটুল জানান, রাত ৯টার দিকে তাঁরা পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে যুবলীগ নেতা শরিফুল ইসলামের বাড়িতে যাচ্ছিলেন। পথে গোডাউন মোড় এলাকা অতিক্রমকালে সংসদ সদস্যের গাড়ি লক্ষ্য করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দু-তিন যুবক ইট ছুড়ে মারেন। এ সময় বাঁ পাশের কাচ ভেদ করে বড় একটি ইট মাঝের আসনে বসা মারুফ হোসেনের বুকে আঘাত করে।

নুরুজ্জামান টুটুল আরও জানান, শুরুতে সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন গাড়িতে ছিলেন। তবে পথে ওষুধ নেওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি থেকে নেমে তিনি মোটর সাইকেলযোগে নকিপুর বাজারের দিকে রওনা হন।

আহত মারুফ হোসেন জানান, ইট ছুড়ে মেরে তিন যুবক দৌড়ে সোনার মোড়ের দিকে পালিয়ে যান। সংসদ সদস্যের ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন। 

সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন বলেন, ‘নিজের প্রয়োজনীয় ওষুধ নেওয়ার জন্য মোটরসাইকেলযোগে নকিপুর বাজারের দিকে যাই। এ সময় ব্যক্তিগত সহকারীসহ আহত মৎস্যজীবী লীগের নেতাকে আমার গাড়ি নিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে বলেছিলাম। পথে তাঁরা দুর্বৃত্তদের হামলার শিকার হন।’
 
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত বাবু নামের এক যুবককে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদে হামলার উদ্দেশ্যসহ সহযোগীদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত