Ajker Patrika

সড়ক নিরাপদ করতে শিগগির থ্রি–হুইলার নীতিমালা: সচিব

খুলনা প্রতিনিধি
সড়ক নিরাপদ করতে শিগগির থ্রি–হুইলার নীতিমালা: সচিব

দেশে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগির থ্রি-হুইলার নীতিমালা করা হবে। এ ছাড়া আগামী এক মাসের মধ্যে স্পিড গাইড লাইন করা হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। 

আজ শনিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি এবং তথ্য অধিকার সংক্রান্ত অংশীজন সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সভার আয়োজন করে। 

এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, সরকার সড়ক দুর্ঘটনায় মৃত্যু কখনো গোপন করতে চায় না। বরং সরকার এ ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল; বিধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের আর্থিক সহায়তা দিচ্ছে।

তিনি বলেন, সরকার সড়কে চাঁদাবাজি বন্ধে বদ্ধপরিকর। এ ব্যাপারে কোনো আপস করা হবে না। এ ছাড়া সড়কে ওভারলোড নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট জনগণ প্রতিষ্ঠায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। 

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

অংশীজন সভায় বিআরটিএ, বিআরটিসি, পরিবহন মালিক সমিতি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, নিরাপদ সড়ক চাই এর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত