Ajker Patrika

বাগেরহাটে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২২, ১৫: ৫৩
বাগেরহাটে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত

বাগেরহাটের কচুয়ায় মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সোহরাব হাওলাদার (৬৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। আজ রবিবার বেলা ১১টায় সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার যশোরদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তবে মোটরসাইকেল আরোহীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জানা যায়, নিহত সোহরাব হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের রুস্তম আলী হাওলাদারের ছেলে। 

এ বিষয়ে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত